প্রধান সূচি

কাউখালীতে টানা বর্ষনে জনজীবনে দুর্ভোগ

কাউখালীতে গভীর বঙ্গোপসাগরে নিম্মচাপের কারণে শুক্রবার থেকে দফায় দফায় হালকা ও লাগামহীন বৃষ্টিপাতের কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। এ দিকে গত দুই দিন সূর্যের মুখ দেখেনি উপজেলা বাসী।

বৃষ্টির কারণে এলাকায় শীতের প্রকোপ বেড়েছে। শীত মওসুমের প্রথম দিকে এই বৃষ্টির মধ্য দিয়েই শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে।রবিবার সারা দিনই ছিল বৃষ্টি। বৃষ্টির কারণে জনগণের স্বাভাবিক জীবনযাত্রায় মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে। দিনমজুর ও শ্রমিকেরা কাজ না পেয়ে ঘরে ফিরে গেছেন। আবার তীব্র শীতও যেন কষ্টের মাত্রাকে বাড়িয়ে দিয়েছে। সারা দিনই রাস্তায় মানুষের উপস্থিতি কম ছিল। একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে মানুষের বের হওয়ার সংখ্যা ছিল কম। এ দিকে শীতের কারণে শিশু এবং বৃদ্ধদের অবস্থা নাজুক।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial