ইন্দুরকানীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্রী ঢাকা থেকে উদ্ধার
ইন্দুরকানীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্রীকে ৬ দিন পর ঢাকার তুরাগ থানা এলাকা থকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার পুলিশ অভিযান চালিয়ে ঢাকার তুরাগ থানা এলাকা থেকে উদ্ধার করে। পত্তাশী এস. দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী আবিদা সুলতানার সাথে এক মডেল কন্যার সাথে ফেসবুকে পরিচয় ঘটে। এরই সূত্র ধরে গত ২৯ নভেম্বর ওই মডেল কন্যার ফোন পেয়ে ওই মাদ্রাসা ছাত্রী বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার কথা বলে উপজেলার চৌরাস্তা নামক স্থানে চলে আসে। পরে সেখান থেকে কে বা কারা তাকে সাথে করে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ছাত্রীর মা খাওয়ালা খানম ইন্দুরকানী থানায় লিখিত আবেদন করেন। ৬ দিন পর মঙ্গলবার তুরাগ থানা এলাকার একটি বাসা থেকে তাকে উদ্ধার করে পুলিশ তার মামা সুমনের হেফাজতে দিয়ে দেয়।
ইন্দুরকানী থানার ওসি নাসির উদ্দিন জানান, মাদ্রাসা ছাত্রী নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরীর পর ফোন নম্বর ট্রাকিং করে ঢাকার তুরাগ থানা এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।
