Thursday, November 16th, 2017
ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বৃহস্পতিবার বিকেলে মো. মিজানুর রহমান (৩৯) নামের এক ইউপি সদস্য সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। মিজান উপজেলার গৌরীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য। জানা গেছে, বিকেলে ভান্ডারিয়া বাজার থেকে নিজের মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার সময় উপজেলার গৌরীপুর ইউনিয়নের পৈকখালী বাজার এলাকার ভান্ডারিয়া-কাঠালিয়া সড়কের হানিফ মাস্টারের বাড়ি সংলগ্ন স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলার টেম্পুর সাথে ধাক্কা লাগলে মিজান সিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত ভান্ডারিয়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বরিশালে প্রেরণ করে। বরিশাল নেয়ার তার অবস্থা সংকটাপন্ন দেখে স্বজনরা পথে ঝালকাঠী হাসপাতালে ভর্তিবিস্তারিত পড়ুন
আত্মসমার্পনকারী বনদস্যু মজিদ ও মানজু বাহিনীর ২০ সদস্য জামিনে মুক্ত
দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে পিরোজপুর জেলা ষ্টেডিয়ামে আত্মসমর্পন করা বনদস্যু মজিদ ও মানজু বাহিনীর ২০ সদস্যের জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ ফজলুল হক এ জামিনের আদেশ দেন। জামিন প্রাপ্তরা হলেন, মানজু বাহিনীর প্রধান মো. মানজু সরদার (৪৪), জুলফিকার ইজারদার (৪৬), মো. বাচ্চু মল্লিক (৩২), মো. তৌহিদুর রহমান শেখ (৫০), মো. রেজাউল ইসলাম (২৫), মো. পলাশ খান (৩৪), মো. সোলায়মান ফকির (২৫), মো. জামরুল শেখ (৩০), মো. মজিব ইজারাদার (৩২) ও মো. হাওলাদার আলমগীর (৩৮), মো. হানিফ শেখ (৩২) মজিদ বাহিনীরবিস্তারিত পড়ুন
নাজিরপুরে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ ॥ গ্রেফতার-১
জেলার নাজিরপুরে ৬ষ্ঠ শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষিতার ভাই বাদী হয়ে বুধবার রাতে নাজিরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই রাতেই অভিযুক্ত আবুল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার পাকুরিয়া গ্রামের মোস্তফা হাওলাদারের ছেলে। থানা পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার যুগিয়া ফালাহুদ দারাইন মহিলা কওমীয়া মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেনীর ওই ছাত্রীকে মাদরাসায় আসা-যাওয়ার পথে উত্যক্ত করাসহ প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল আবুল হোসেন। এ ঘটনা ওই ছাত্রী তার অভিভাবকদের জানালে তারা বিষয়টি আবুল হোসেনের পরিবারকে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে আবুল হোসেন গতবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
মঠবাড়িয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পার্শবর্তী বরগুনার তালতলী থানা পুলিশের সহায়তায় বৃহস্পতিবার ভোর রাতে থেকে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী এমাদুল হক এনামুল (৪০)কে গ্রেফতার করেছে। এমাদুল উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের আঃ ছত্তার মাষ্টারের ছেলে। থানা সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে (সিআর ৩১৮/০৯) মামলায় দুই বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সাজা প্রদান করেন বিজ্ঞ আদালত। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামী এমাদুলকে শুক্রবার আদালতে সোপর্দ করা হবে।
কর্তৃপক্ষের দায়সার তদন্ত!
মঠবাড়িয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ
মঠবাড়িয়ায় একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণীর মডেল টেষ্ট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। এতে ওই প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়ছে। এদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কমিটি ঘটনার সত্যতা পেলেও দায়সারা প্রতিবেদন দিয়ে অভিযুক্ত প্রধান শিক্ষককে বাঁচানোর চেষ্টা করছেন বলে গুঞ্জন রয়েছে। স্থানীয় অভিভাবক ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার ১২৩নং সোনাখালী বন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সম্প্রতি সমাপ্ত পঞ্চম শ্রেণীর মডেল টেস্ট পরীক্ষার কেন্দ্র সচিব ও ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাত জাহান শিক্ষার্থীদের মধ্যে ৫টি বিষয়ের (ইংরেজী, বাংলা, সমাজ,বিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় পিএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
মঠবাড়িয়া ৫৬নং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আরিফÑউল-হক। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি কামাল খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কিরন চন্দ্র রায়, প্রধান শিক্ষক মাইনুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আবদুস সালাম আজাদী, আওয়ামী লীগ নেতা রিয়াজ উদ্দিন আহমেদ, ম্যানেজিং কমিটির সদস্য স্বাধীন খান হীরা, শিক্ষক সুমন্ত্র মিত্র প্রমুখ।
ইন্দুরকানীতে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
ইন্দুরকানীতে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে চার হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার পিরোজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর এর সহকারি পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহ সোয়াইব হোসেন এর নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার ইন্দুরকানী বাজারে মারুফের ফলের দোকান, নাইমের ফলের দোকান ও আরিফুল ইসলামের কসমেটিক্সের দোকানকে এক হাজার পাঁচশত টাকা করে জরিমানা করেছেন। তবে মোবাইল কোর্টের সংবাদ শুনেই দুই-তিনটি দোকান ছাড়া অন্যান্য দোকানগুলো বন্ধ করে ব্যবসায়ীরা আত্মগোপন করেন। ভাক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর এর সহকারি পরিচালক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শাহ সোয়াইব হোসেন জানান, ইন্দুরকানী বাজারে অভিযান চালাতে আসলেইবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে বিশ্ব ডায়াবেটিস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ইন্দুরকানীতে বিশ্ব ডায়াবেটিস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালীটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়রক প্রদক্ষিণ শেষে সদর রোডে শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর কুমার ঘোষের সভাপতিত্বে তার কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা বেগম, ইন্দুরকানী থানার ওসি তদন্ত আঃ ছালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর একেএম আবুল খায়ের, উপজেলা শিক্ষা অফিসার সাকিনা বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোহাগ হোসেন, ইন্দুরকানী কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান সিকদার,বিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে পিএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
ইন্দুরকানীতে ২৫নং সাউদখালী ঢেপসাবুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ২৫নং সাউদখালী ঢেপসাবুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ঝর্ণা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা যুবলীগের সভাপতি ও ২৫নং সাউদখালী ঢেপসাবুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুর রাজ্জাক মাতুব্বর। এসময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি এনামুল সিকদার, সদস্য হেলাল খান, বাহাদুর খান, বাবুল খান, বশারত উদ্দিন খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান শেষে বিদায়ী পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষকবিস্তারিত পড়ুন
কাঠালিয়ার আমুয়ায় ভূমি দস্যুদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট
ঝালকাঠী জেলার কাঠালিয়া উপজেলার আমুয়া এলাকায় ভূমি দস্যুদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট হয়ে উঠেছে। এ চক্রটি ইতিমধ্যে কয়েকটি পরিবারের জমি অবৈধভাবে দখল করে নিয়েছে। এ ঘটনায় একটি পরিবার ঝালকাঠী অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। জানা গেছে, ভূমি মালিক আমুয়া এলাকার মৃত আব্দুল মজিদ হাওলাদারের ছেলে মো. মামুন হাওলাদার জানান, আমুয়া এলাকার আব্দুর রব জোমাদ্দার, মো. সোহেল সরদার, মনির সরদার, মানিক চৌকিদার, হযরত আলী, মো. কালু হাওলাদার, মো. নূরু হাওলাদার, গৌরাঙ্গ চন্দ্র দাসসহ একটি চিহ্নিত ভূমি দস্যু চক্র মামুন হাওলাদারের ক্রয় এবং ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ৩০ শতক জমি অবৈধভাবে দখলেরবিস্তারিত পড়ুন
