প্রধান সূচি

পিরোজপুরে ১৯ হাজার মিটার জাল জব্দ

মা ইলিশ রক্ষার্থে ইলিশ ধরার উপর সরকারী নিষেধাজ্ঞার শেষ দিনে আজ রবিবার দিনভর পিরোজপুর জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগ জেলার সন্ধ্যা ও কঁচা নদীতে অভিযান চালিয়ে ১৯ হাজার মিটার বিভিন্ন প্রকার জাল জব্দ করেছে। জব্দকৃত জালের আনুমানিক মূল্য ৪ লক্ষ টাকা। বিকেলে এসব জাল পিরোজপুর বেকুটিয়া ফেরীঘাট সংলগ্ন এলাকায় আগুনে পুড়িয়ে ধংস করা হয়।

অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সুরীদ সালেহ্্হীন, জেলা মৎস্য কর্মকর্তা মোশাররফ  হোসেন, সহকারী মৎস্য কর্মকর্তা তপন কুমার বেপারী, উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় পিরোজপুর সদর থানার এএসআই হাসিব অংশ গ্রহণ করেন।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial