Tuesday, October 17th, 2017
কাউখালীতে জেপি’র কর্মী সভা
জেলার কাউখালী উপজেলার ৪নং চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন জাতীয় পার্টি (জেপি)’র উদ্যোগে মঙ্গলবার বিকেলে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বেকুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আলহাজ্ব মোকসেদ আলী শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির (জেপি) সভাপতি মাহাবুবুর রহমান খান, সাধারন সম্পাদক শাহ আলম নসু, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট হুমায়উন কবীর তালুকদার রাজু, প্রভাষক হারুন-আর-রশীদ, উপজেলা ছাত্র সমাজের সভাপতি জিয়াউল হাসান জুয়েল, মৎস্য পার্টির সভাপতি আব্দুল ওয়াদুদ, আব্দুর রশীদ প্রমুখ। বক্তারা জাতীয় পার্টি (জেপি)’র চেয়ারম্যান পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর হাত মজবুত করার লক্ষ্যেবিস্তারিত পড়ুন
বাগেরহাটে আইনগত সহায়তা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বাগেরহাটে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ের উপর স্কুল পর্যায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা সদরের বি.এস.সি মাধ্যমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝিমি মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুল হাফিজ। ৎ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের সুবিধা বঞ্চিত অসচ্ছল দরিদ্র জনগনকে আইনগত সহায়তা দেয়ার জন্য সরকার আইনগত সহায়তা প্রদান আইন ২০০০ নামক একটি আইন প্রনয়ণ করেছে। দরিদ্র জনগনের মধ্যে বাদী-বিবাদী উভয়ে এ কার্যক্রমের আওতায় বিনামূল্যে আইনগত সহায়তা পেতে পারেন। জেলা লিগ্যাল এইড কমিটি ও বেসরকারি সংস্থাবিস্তারিত পড়ুন
নির্বাহী প্রকৌশলী কিছুই জানেন না
পিরোজপুরের কঁচা নদীতে বেকুটিয়া ফেরি বিকল ॥ ৪ ঘন্টা যানবাহন পারাপার বন্ধ
খুলনা-পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কের পিরোজপুরের কঁচা নদীর বেকুটিয়া ফেরির যান্ত্রিক ত্রুটির কারণে আজ মঙ্গলবার বিকেল থেকে রাত সাড়ে ৮ টা পযর্ন্ত ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। ফলে এ সড়ক দিয়ে দেশের বিভিন্ন রুটে চলাচলকারী শত শত যানবাহন নদীর দু’তীরে আটকা পড়ে। জানা গেছে, পিরোজপুরের কুমিরমারা প্রান্ত থেকে বিকেল সাড়ে ৪ টার দিকে কাউখালী উপজেলার বেকুটিয়া প্রান্তের উদ্দেশ্য ছেড়ে আসা ইউটিলিটি-৩৬ টাইপ ফেরিটি যান্ত্রিক ত্রুটির কারণে মাঝ নদীতে বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পর স্রোতের টানে প্রায় ৫ কিলোমিটার দুরে উপজেলার শিয়ালকাঠীর পাঙ্গাসিয়ার কাছে নদীতে ভাসছে থাকে। পরে ট্রলারে করে সড়ক বিভাগেরবিস্তারিত পড়ুন
সত্য ও বস্তুুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমেই পেশাদার সাংবাদিকের পরিচয় পাওয়া যায় … মহিউদ্দিন মহারাজ
পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ বলেছেন, সাংবাদিকতা একটি মহান পেশা। সত্য ও বস্তুুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমেই পেশাদার সাংবাদিকের পরিচয় পাওয়া যায়। তাই সাংবাদিকদের সব ক্ষেত্রেই বস্তুুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা উচিৎ। তিনি বলেন, বর্তমান সরকার পিরোজপুরসহ সারাদেশে ব্যাপক উন্নয়নমূলক কাজ করছে। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে চলছে। বিশ্বব্যাংকের অর্থায়ন ছাড়াই পদ্মা সেতু নির্মান করছে সরকার। এখন পদ্মা সেতু দৃশ্যমান। তিনি আজ মঙ্গলবার পিরোজপুরের ভান্ডারিয়ায় ভান্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের মানিক মিয়া পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বাংলাদেশ প্রেসবিস্তারিত পড়ুন
বাগেরহাটে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায়
বাগেরহাটে ভোক্তা সংরক্ষন অধিদপ্তর শহরের সাধনার মোড় ও চাউলপট্টি এলাকায় অভিযান চালিয়ে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে। মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনাকালে জেলা বাজার কর্মকর্তা সুজাত হোসেন খান, ভোক্তা সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার শাহিনুর আলম উপস্থিত ছিলেন। জেলা বাজার কর্মকর্তা সুজাত হোসেন খান জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সার বিক্রির দায়ে ভোক্তা সংরক্ষন অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে শহরের সাধনার মোড় এলাকার দুটি সারের দোকানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পাইকারি মূল্যে চাউল ক্রয়ের ভাউচার দেখাতে না পারায় শহরের চাউলপট্টি একটি চালের দোকানকে এক হাজারবিস্তারিত পড়ুন
পিরোজপুরে মাদক ব্যবসায়ীর ১০ বছরের কারাদন্ড
পিরোজপুরে মামদক মামলায় রনি সাহা (২৯) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে ১০ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম এ রায় দেন। রনি সাহা পিরোজপুর পৌর শহরের রাজারহাট এলাকার মৃত গৌরঙ্গ লাল সাহা। আদালত সূত্রে জানা গেছে, পিরোজপুর শহরের কৃষ্ণচ’ড়া মোড় এলাকা থেকে ২০১৩ সালের ১৮ এপ্রিল রনি সাহাকে গ্রেফতার করে র্যাব-৮ এর একটি দল। এ সময় তার কাছ থেকে ১১৯ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় র্যাবের ডিএডি ঈসমাইলবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
ইন্দুরকানী প্রতিনিধি : জেলার ইন্দুরকানীতে পানিতে ডুবে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার পত্তাশী গ্রামের আব্দুর রহমান হাওলাদারের শিশু পুত্র পত্তাশী হাচানীয় দাখিল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র তরিকুল ইসলাম (৭) বাড়ির পাশে খালের পাড়ে গেলে পানিতে পড়ে যায়। পরে খোঁজাখুঁজি করে তরিকুলকে তার স্বজনরা খালে ভাসমান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার এস এ খান জানান, হাসপাতালে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
শহীদ গফুর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জগদীশকে সংবর্ধনা
পাইকগাছা পৌর সদরের শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জগদীশ চন্দ্র রায় খুলনা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি জগদীশ চন্দ্র রায়কে সংবর্ধনা প্রদান করা হয়। প্রধান শিক্ষক সেলিনা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শহীদ এমএ গফুরের পুত্র ও আওয়ামী লীগ নেতা আনোয়ার ইকবাল মন্টু, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, কবিতা দাশ, টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র শিকারী, শিক্ষক সাধনা সরকার, পাপিয়া সুলতানা, সুরাইয়া ইয়াসমিন, শিবপদ সরকার, মিরন্ময় মন্ডল, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান, অমিয় শীল ও দিপক কুমারবিস্তারিত পড়ুন
পাইকগাছায় ইলিশ আহরণ বন্ধে নদীতে প্রশাসনের অভিযান
পাইকগাছায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে ইলিশ আহরণ বন্ধে বিভিন্ন নদ-নদীতে অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের নেতৃত্বে মঙ্গলবার সকালে উপজেলার ঐতিহ্যবাহী শিবসা, দেলুটি, জিরবুনিয়া, ভদ্রা ও হাফরখানা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, সহকারী মৎস্য কর্মকর্তা এসএম শহীদুল্লাহ, সম্প্রসারণ কর্মকর্তা তানভীর আহম্মেদ, ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, ক্ষেত্র সহকারী সুজিত রঞ্জন মন্ডল ও ইউপি সদস্য বিএম আরেফিন আলী।
মঠবাড়িয়ায় ছাত্রদল কার্যালয়ে ছাত্রলীগের হামলা ॥ আহত-৪
মঠবাড়িয়া প্রতিনিধি : জেলার মঠবাড়িয়ায় ছাত্রদল কার্যালয়ে মঙ্গলবার সকালে উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা ও ভাংচুর করেছে। এসময় ছাত্রদলের ৪ নেতাকর্মীকে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহতরা পুনরায় হামলার ভয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা না নিয়ে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নেয়। আহতরা হল, উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মো. নাঈম, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক খোকন মল্লিক, ছাত্রদল নেতা মর্তুজা হোসেন ও আরমান আলী। উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে কলেজ কমিটি গঠন নিয়ে আলোচনা করছিল। এসময় ছাত্রলীগের নেতা কর্মীরা হঠাৎ হামলা চালিয়ে কার্যালয়ের আসবাবপত্র ভাংচুরবিস্তারিত পড়ুন
