মঠবাড়িয়ায় গাজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
মঠবাড়িয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে পৌর শহরের টিএন্ডটি সড়কে ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীর বেপারী (৩২) ও ইব্রাহীম বেপারী (৩৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে গাজা সেবনের সরঞ্জমাদিসহ একশ গ্রাম গাজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত জাহাঙ্গীর বেপারী দক্ষিণ মিঠাখালী গ্রামের কুদ্দুস বেপারীর ছেলে এবং ইব্রাহীম বেপারী একই এলাকার আলী আকুব্বর বেপারীর ছেলে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় রুপালী নার্সারী উদ্বোধন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হলে এলাকার উন্নয়ন আদায় সম্ভব হয় »
