প্রধান সূচি

ভান্ডারিয়ায় প্রথম মহিলা ইউএনও’র যোগদান

ভান্ডারিয়া প্রতিনিধি :

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় প্রথমবারের মত একজন মহিলা ইউএনও হিসেবে যোগদান করেছেন শাহীন আক্তার সুমী। এর পূর্বে তিনি কুমিল্লার মেঘনা উপজেলায় ইউএনও হিসেবে ২ বছর দ্বায়িত্ব পালন করেন।

ভান্ডারিয়ায় ১৯৮৩ সালের ১৫ এপ্রিল মোঃ সিরাজুল ইসলাম প্রথম ইউএনও হিসেবে যোগদানের পর ওই বছরের ১৮ জুলাই পর্যন্ত কর্মরত ছিলেন। তারপর পর্যায়ক্রমে ২০১৫ সালের ১৫ এপ্রিল ২৬তম ইউএনও হিসেবে যোগদান করেন মোহাম্মদ রুহুল কুদ্দুস। ১ বছর ১১মাস ভান্ডারিয়ায় ইউএনও ও পৌর প্রশাসকের দায়িত্ব পালনের পর চলতি বছরের ১৫ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে উপ-পরিচালক বিসিএস প্রশাসন একাডেমী পদোন্নতিজনিত বদলির কারণে গতকাল রবিবার তাকে বিদায় সংবর্ধণা দেয়া হয়। এদিকে, দীর্ঘ ৩৩ বছর পর এই প্রথম ভান্ডারিয়া উপজেলায় একজন মহিলা ইউএনও হিসেবে শাহীন আক্তার সুমীকে নিয়োগ দেয়া হয়েছে। নবাগত ইউএনও ঢাকার বাসিন্দা এবং ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের সন্তান রাজারবাগ অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মুস্তাফিজ রহমানের সহধর্মিণী।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial