প্রধান সূচি

জনগণ ঐক্যবদ্ধ থাকলে স্বাধীনতার সুফল লাভ দ্রুত হয় ….. আনোয়ার হোসেন মঞ্জু

সাইফুল্লাহ হুমায়ুন ও শংকরজিৎ সমাদ্দার :
জাতীয় পার্টি (জেপি)’র চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, সরকারের সদিচ্ছা থাকলেও অনেক সময় কাঙ্খিত অনেক কাজ যথা সময় সম্পন্ন করা সম্ভব হয় না। এলাকার মানুষের মধ্যে অনৈক্য এবং ঝগড়া-বিবাদ বিদ্যমান থাকলে উন্নয়ন কাজ ব্যহত হয়। আমাদের এই এলাকার মানুষ ঐক্যবদ্ধ ও শান্তি প্রিয় বলে অন্য জায়গার চেয়ে আমরা উন্নয়ন ক্ষেত্রে বেশী বেশী সফলতা পাচ্ছি।
আজ বুধবার রাতে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের ধাওয়া-রাজপাশা গ্রামে পল্লী বিদ্যুৎ এর নতুন লাইন উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন, দেশ আজ স্বাধীন বলে তার সুফল জনগণের কাছে পৌঁছাতে হবে। তা’ নাহলে অনেক সমালোচনা শুনতে হয়। অন্য এলাকার চেয়ে তুলনামূলক এ অঞ্চলে স্বাধীনতার সুফল মানুষ বেশী ভোগ করছে এবং যা দেশের বিভিন্ন জেলা-উপজেলায় দৃষ্টান্ত স্থাপনকারী ও অনুকরণীয় হওয়া উচিত। আমাদের এলাকায় রাজনীতি উন্নয়ন কাজে বিভেদ সৃষ্টি করে না বলে গত ৩৩ বছরে আমরা প্রত্যন্ত গ্রামে রাস্তা-ঘাট, বিদ্যুৎ, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি অবকাঠামো নির্মাণ করে কাঙ্খিত পর্যায়ের সফলতা দিতে পেরেছি। এর প্রধান কারণ ঐক্যবদ্ধ জনগোষ্ঠি এবং কাজের ক্ষেত্রে যথাযথ মান রক্ষা। মনে রাখতে হবে কাজের জন্য ভাল প্রশাসন প্রয়োজন, উন্নয়ন কাজ বাস্তবায়নকারী তথা প্রশাসনিক কর্মকর্তারা সক্রিয় আন্তরিক না থাকলে কাজ ব্যহত হয়। অনেক স্থানে প্রশাসনের সাথে ভাল ব্যবহার না করার কারণে তারা আন্তরিকতার সাথে কাজ করতে উৎসাহ পান না। তাই তাদের সাথে ভাল ব্যবহার করতে হবে। দীর্ঘ ১৭ বছর সরকারে থাকার সময় আমরা কখনো প্রশাসনের সাথে খারাপ ব্যবহার করি নি। যে কারণে এলাকায় তারা দায়িত্ব পালন ক্ষেত্রে সব সময় আন্তরিকতা ও নিষ্ঠা বজায় রেখে চলেছেন। আজ ভান্ডারিয়ার ধাওয়া ইউনিয়নের প্রতিটি ঘরে বিদ্যুৎ সংযোগ স্থাপন করতে পেরে আমরা খুবই আনন্দিত।

ভান্ডারিয়ায় ধাওয়া ইউনিয়নের রাজপাশা গ্রামে পল্লী বিদ্যুতের নতুন লাইন উদ্বোধন শেষে দোয়া মোনাজাত।
– ছবিঃ পিরোজপুর কন্ঠ

মন্ত্রী আরও বলেন, জনগণকে ঐক্যবদ্ধ থেকে তাদের ভাগ্য পরিবর্তনের এই ধারা অব্যহত রাখতে সক্ষম হলে এলাকার মত সারা দেশেই স্বাধীনতার সুফল অতি দ্রুত পৌঁছে যাবে। এর মধ্যদিয়ে মানুষ তার কাঙ্খিত চাহিদা পূরণের সক্ষম হবে।
দক্ষিণ রাজপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টি (জেপি)’র সদস্য সচিব সিদ্দিকুর রহমান টুলুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ ও পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার শংকর কুমার কর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জেপি’র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, ভান্ডারিয়ার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল কুদ্দুস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান তালুকদার, পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি ইউসুফ আলী আকন, ইকড়ি ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, পিরোজপুর জেলা পরিষদের সদস্য আব্দুল হাই হাওলাদার ও রোকেয়া বেগম, উপজেলা জেপি’র যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মৃধা প্রমুখ। বিদ্যুৎ লাইন উদ্বোধন উপলক্ষে এখানে দোয়া ও মোনাজাত করা হয়।
এর আগে পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু দক্ষিণ ধাওয়া মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মাণাধীন এ কাজের উদ্বোধন উপলক্ষে এখানে দোয়া ও মোনাজাত করা হয়।
পরিবেশ ও বন মন্ত্রী গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকা থেকে ভান্ডারিয়ার বাস ভবনে পৌঁছালে পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ, পুলিশ সুপার মোঃ ওয়ালিদ হোসেন, উপজেলা জেপি’র আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল হক মনি জোমাদ্দার মন্ত্রীকে স্বাগত জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial