মঠবাড়িয়ায় ডাকাত ও মাদক ব্যবসায়ী বেল্লাল গ্রেফতার
মঠবাড়িয়া প্রতিনিধি :
মঠবাড়িয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার চালিতাবুনিয়া গ্রাম থেকে দুর্ধর্ষ ডাকাত ও মাদক ব্যবসায়ী বেল্লাল সরদার (৩০)কে গ্রেফতার করেছে। বেল্লাল ওই গ্রামের মৃত শহীদ সরদারের ছেলে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কে এম তারিকুল ইসলাম জানান, ডাকাত বেল্লালের নামে মঠবাড়িয়া ও বামনা থানায় একাধিক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল।
আজ রবিবার বিকেলে বেল্লালকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Please follow and like us:
« নাজিরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন : স্বাধীনতা বিরোধী পরিবারের সন্তান আ’লীগের মনোনয়ন পেতে মরিয়া (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পূর্ব বাংলা লিবারেশন ফ্রন্ট গঠন »
