প্রধান সূচি

ভান্ডারিয়া

ভান্ডারিয়ায় মাল্টা চাষে মহসিনের ভাগ্যবদল

সারিবদ্ধভাবে গাছে গাছে ঝুলছে মাল্টা। প্রতিটি গাছে এত বেশি মাল্টা ধরেছে যে, ফলের ভারে গাছের ডালগুলো মাটির দিকে নুয়ে পড়েছে। পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ ভিটাবাড়ীয়া গ্রামে এমন চিত্রই চোখে পড়ে। এ এলাকায় মাল্টা চাষ করে সফল হয়ে দৃষ্টান্ত স্থাপন শিক্ষিত যুবক মহসিন। তার বাগানে থাকা প্রত্যেক গাছেই ঝুলছে থোকা থোকা মাল্টা। মহসিনের সফলতায় উদ্বুদ্ধ হয়ে এলাকার বেকার যুবকরাও ঝুঁকছেন মাল্টা বাগান গড়ে তোলার দিকে। চার বছরের ব্যবধানে এখন তিনি লাভের মুখ দেখতে শুরু করেছেন। সে এখন স্বাবলম্বী। মাল্টাসহ বিভিন্ন কৃষি কাজ করে তিনি বর্তমানে লাখ লাখ টাকা আয় করছেন। মাল্টা চাষী মহসিন হাওলাদার জানান, বিএ পাস করে যখনবিস্তারিত পড়ুন