প্রধান সূচি

ভান্ডারিয়া

ভান্ডারিয়ায় পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

পিরোজপুরের ভান্ডারিয়া থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় থানা মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে স্থানীয় জনগণ ও পুলিশ কর্মকর্তারা একত্রিত হয়ে নিরাপত্তা, অপরাধ দমন এবং জনস্বার্থে নানা বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে পুলিশ সাধারণ জনগণের সমস্যা শোনেন এবং তাদের সুরক্ষা নিয়ে বিভিন্ন দিক থেকে আলোচনা করেন। পাশাপাশি এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কীভাবে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে, সে বিষয়ে পরিকল্পনা তুলে ধরা হয়। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আনওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রফেসর আ. সোবাহান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিকবিস্তারিত পড়ুন