প্রধান সূচি

বাগেরহাটে সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধে সেমিনার

বাগেরহাটে ‘উগ্রবাদ প্রতিরোধে ছাত্র, গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বাগেরহাট নতুন পুলিশ লাইন্স কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট পুলিশ সুপার কে. এম. আরিফুল হক পিপিএম।
বাগেরহাট অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সাইদ নাসিরুল্লাহ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল) মাহামুদ হাসান, খানজাহান আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ খোন্দকার আছিফ উদ্দিন রাখি, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক আলহাজ্ব তালুকদার আব্দুল বাকি প্রমুখ।
সেমিনারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধে উগ্রবাদী গোষ্ঠী কর্তৃক প্রচারিত ধর্মের অপব্যাখ্যা রোধ করতে হবে। পাশাপাশি সকল ধর্মে বর্নিত মানবিক মূল্যবোধসমূহ প্রচার করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ সকল জায়গায় সন্ত্রাসী ও উগ্রবাদী কর্মকান্ড প্রতিরোধ সম্পর্কে সচেতন হবার আহবান জানান বক্তারা।






উত্তর দিন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.