প্রধান সূচি

বাঙ্গালীর নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি আমাদের ধারণ করতে হবে … গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, বাঙ্গালীর নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি আমাদের ধারণ করতে হবে। আমাদের নিজস্ব সংস্কৃতি ধরে রাখতে না পারলে বিদেশী খেলাধুলা আমাদের অস্তিত্বকে ধ্বংস করে দিতে পারে।
শুক্রবার পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাংগা ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী লাঠি খেলা, কাবাডি ও ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আমাদের মনে রাখতে হবে রাজনৈতিক দূরত্ব যেন আমাদের ভিতরে কাঁদা ছোড়া-ছুড়ি সৃষ্টি করতে না পারে। রাজনীতিতে প্রতিপক্ষ থাকতে পারে, কিন্তু রাজনীতিতে কেউ যেন কারও শত্রুতায় পরিণত না হয়।
মাটিভাংগা উদয়ন ক্লাব আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, নাজিরপুর উপজেলা চেয়ারম্যান অমুল্য রঞ্জন হালদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজী আক্তার, ক্লাব সভাপতি এডভোকেট রেজাউল করিম মিঠুন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানের শুরুতে মাটিভাংগা উদয়ন ক্লাবের সদস্যরা মাদক বিরোধী র‌্যালী করেন এবং মাদক বিরোধী শপথ নেন।



« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.