প্রধান সূচি

Friday, September 27th, 2019

 

বাঙ্গালীর নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি আমাদের ধারণ করতে হবে … গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, বাঙ্গালীর নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি আমাদের ধারণ করতে হবে। আমাদের নিজস্ব সংস্কৃতি ধরে রাখতে না পারলে বিদেশী খেলাধুলা আমাদের অস্তিত্বকে ধ্বংস করে দিতে পারে। শুক্রবার পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাংগা ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী লাঠি খেলা, কাবাডি ও ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, আমাদের মনে রাখতে হবে রাজনৈতিক দূরত্ব যেন আমাদের ভিতরে কাঁদা ছোড়া-ছুড়ি সৃষ্টি করতে না পারে। রাজনীতিতে প্রতিপক্ষ থাকতে পারে, কিন্তু রাজনীতিতে কেউ যেন কারও শত্রুতায় পরিণত না হয়। মাটিভাংগা উদয়নবিস্তারিত পড়ুন


মহালয় থেকে মহালয়া

সাধারণ ভাবে মহালয়া মানে দূর্গাপূজার দিনগোনা, দেবীকে আমন্ত্রণ জানানো। মহালয়ার ৫ দিন পর ষষ্ঠী। তবে মহালয়ার বড় গুরুত্ব রয়েছে, সেটা কেউ কেউ জানেন, কেউ কেউ জানেন না। ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র অকালে দেবিকে আরাধনা করেছিলেন লঙ্কা জয় করে সীতাকে উদ্ধারের জন্য। শ্রীরামচন্দ্র অকালে-অসময়ে পূজা করেছিলেন বলে এই শরতের পূজাকে দেবির অকাল-বোধন বলা হয়। সনাতন ধর্মে কোন শুভ কাজ করতে গেলে, যেমন- বিবাহ, প্রয়াত পূর্বরা, যাদের পিতা-মাতা তাদের পিতা-মাতার জন্য, সাথে সমগ্র জীব-জগতের জন্য তর্পণ করতে হয়, কার্যাদি-অঞ্জলি প্রদান করতে হয়। তর্পণ মানে খুশি করা। ভগবান শ্রীরাম লঙ্কা বিজয়ের আগে এদিনেবিস্তারিত পড়ুন


পিরোজপুরে প্রাইভেটকারসহ ৭৯০ বোতল ফেনসিডিল উদ্ধার

শুক্রবার পিরোজপুর শহরের মাছিমপুর এলাকায় রাস্তার পাশে রাখা একটি সাদা প্রাইভেট কার (খুলনা মেট্রো- ক ০২-০২২৩) থেকে পুলিশ ৭টি বস্তায় ৭৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এ সময় গাড়ীর ড্রাইভার বা মালিককে পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বস্তা খুলে ৭৯০ বোতল ফেনসিডিল পুলিশ দেখতে পায়। পরে গাড়ীসহ ফেনসিডিল থানায় নিয়ে আসে। এ ব্যাপারে অভিযান পরিচালনাকারী পিরোজপুর সদর এসআই মনিরুজ্জামান মনির জানান, দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম মাছিমপুর এলাকার যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের কাছে পৌঁছায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে উক্ত মাদক বহনকারীরা গাড়িটি রাস্তার উপরে রেখেবিস্তারিত পড়ুন


জলবায়ু পরিবর্তন রোধে পিরোজপুরে মানববন্ধন

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব সড়কে টিআইবি ও সচেতন নাগরিক কমিটি (সনাক) পিরোজপুর এর আয়োজনে এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জাতিসংঘের জলবায়ু বিষয়ক জরুরি সম্মেলনকে সামনে রেখে “বৈশিক জলবায়ু ধর্মঘট” অংশ হিসেবে জলবায়ু পরিবর্তন রোধে দায়ী দেশসমূহের প্রতিশ্রুতি রক্ষার দাবিতে সনাকের ইয়েস ও ইয়েস ফ্রেন্ডসসহ পিরোজপুরের তরুণদের অংশগ্রহণে উক্ত মানববন্ধনের আয়োজন করা হয়। সনাক পিরোজপুরের সভাপতি এডভোকেট মোহাম্মদ শহীদুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন, সনাকের সিএফজি উপ-কমিটির আহবায়ক ও সদস্য ড. মোহাম্মদ রফিকুল ইসলাম।বিস্তারিত পড়ুন


পিরোজপুরে বিশ্ব পর্যটন দিবস পালন

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসক এর আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে র‌্যালীটি শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গোপালকৃষ্ণ টাউন ক্লাব স্বাধীনতা মঞ্চে গিয়ে শেষ হয়। পরে ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক নাহিদ ফারজানা সিদ্দিকী।


ইন্দুরকানীতে স্কুলছাত্রীর আত্মহত্যা ॥ খবর শুনে মায়ের মৃত্যু

মায়ের উপর অভিমান করে ইন্দুরকানীতে রেশমা আকতার (১২) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করে। তার আত্মহত্যার খবর শুনে শুক্রবার সকালে হার্টষ্ট্রোক করে মায়ের মৃত্যু হয়েছে। নিহত রেশমা আকতার উপজেলার উত্তর বালিপাড়া গ্রামের জব্বার বেপারীর মেয়ে ও উত্তর বালিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। স্থানীয় সুত্রে জানাগেছে, বৃহস্পতিবার বিকালে মা মিনারা বেগম রেশমাকে মাঠ থেকে হাঁস আনতে বললে সে কথা না শুনে ঘরে বসে থাকে। এ নিয়ে মায়ের সাথে রেশমার কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে মা রাগ করে রেশমাকে জুতাপেটা করে। এঘটনায় মায়ের উপর অভিমান করে রেশমা সন্ধ্যায় ঘরে থাকা কীটনাশক পানবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠিতে দুর্ধর্ষ ডাকাতি ॥ ৬ ডাকাত গ্রেফতার

স্বরূপকাঠি (নেছারাবাদ) উপজেলার বালিহারী গ্রামে মিজানুর রহমান নামের এক ব্যবসায়ির ঘরে দুর্ধর্ষ ডাকাতি করে নগদ টাকা, স্বর্নালংকার ও মোবাইল ফোন নিয়ে পালানোর সময় পুলিশের কাছে ধরা পড়েছে সংঘবদ্ধ ওই ডাকাত দল। বৃহস্পতিবার গভীর রাতে ডাকাতরা ওই ঘরে প্রবেশ করে নগদ লক্ষাধিক টাকা ও স্বর্নালংকারসহ মুল্যবান মালামাল লুট করে। এ খবর জানতে পেরে পুলিশ তাৎক্ষনিক অভিযানে নেমে আন্তঃ জেলা ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেন। এসময় ডাকাতদের কাছ থেকে লুন্ঠিত ৪৮ হাজার ৫‘শ টাকা ও বেশ কিছু স্বর্নালংকার ও মোবাইল সেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ডাকাতরা হল, ডাকাত দলের দলনেতা বাদশাবিস্তারিত পড়ুন