প্রধান সূচি

নাজিরপুরে স্মার্ট কার্ড বিতরণকালে নির্বাচন অফিসের দুই কর্মচারীকে মারধর

পিরোজপুরের নাজিরপুরে মঙ্গলবার স্মার্ট কার্ড বিতরণকালে দুর্বৃত্তদের হামলায় নির্বাচন অফিসের দুই কর্মচারী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের চালিতাবড়ি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।
আহতরা হলেন, নাজিরপুর নির্বাচন অফিসের কম্পিউটার অপারেটর মোঃ ইয়াছিন হোসেন (২৭) ও সার্চ অপারেটর মোঃ রানা মীর (২৫)।
হামলায় আহত রানা মীর জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে চালিতাবড়ি প্রাথমিক বিদ্যালয়ের নিচ তলার একটি কক্ষে বসে এলাকার ভোটারদের মাঝে স্মার্ট কার্ড প্রদানের কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে ৮/১০ জন যুবকের একটি দল তাদের কক্ষে ঢুকে কিছু না বলেই এলোপাথারী কিল-ঘুষি মারতে থাকে। এসময় তিনি মাটিতে পড়ে গেলে ওই কক্ষে থাকা ইয়াছিন হোসেন নামের অন্য অপারেটরকেও তারা মারধর করে।
এ বিষয়ে জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান জানান, স্মার্ট কার্ড বিতরণের সময় কিছু লোক লাইনের আইরে গিয়ে আগে কার্ড নিতে গেলে দায়িত্বরত ষ্টাফদের সাথে বাকবিতান্ডা হয়। এক পর্যায়ে তারা নির্বাচন অফিসের দুজন ষ্টাফকে চড় থাপ্পর মারে। বিষয়টি পরে স্থানীয়ভাবে মিমাংসা হয়ে যাওয়ায় আইনী কোন পদক্ষেপ নেয়া হয়নি। পরে সুষ্ঠুভাবেই কার্ড বিতরণ কার্যক্রম সম্পর্ন্ন হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial