মঠবাড়িয়ার ধানীসাফায় মহিউদ্দিন মহারাজের সৌজন্যে দোয়া ও ইফতার মাহফিল
পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ এর সৌজন্যে জেলার মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নে আজ শনিবার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ধানীসাফা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গনে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ।
দোয়া মোনাজাত পূর্ব এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, মঠবাড়িয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম সেলিম মিয়া, মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফজলুল হক মনি, ক্রীড়া সম্পাদক নাজমুল আলম টুকু, মঠবাড়িয়া উপজেলা যুবলীগের সভাপতি শাকিল আহমেদ নওরোজ, মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফারুক হোসেন, টিকিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো, বড় মাছুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসির হোসেন হাওলাদার প্রমুখ।
ধানীসাফা ইউনিয়ন আওয়ামী লীগ ও ধানীসাফা ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভা এবং দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ধানীসাফা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বাচ্চু মিয়া বেপারী। অনুষ্ঠান পরিচালনা করেন ধানীসাফা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ তালুকদার।
দোয়া ও ইফতার মাহফিলে জনপ্রতিনিধি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
