প্রধান সূচি

ইন্দুরকানীতে স্পট মিটারিং কার্যক্রম

ইন্দুরকানীতে দিনব্যাপী স্পট মিটারিং কার্যক্রম সম্পন্ন হয়েছে। শনিবার সকালে উপজেলার বালিপাড়া পল্লি বিদ্যুৎ অফিসে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করা হয়। গ্রাহকরা মিটার প্রতি ৪শ’ টাকা জমা দিয়ে এক দিনেই মিটারসহ বিদ্যুৎ সংযোগ পেয়েছেন। ওইদিন শতাধিক গ্রাহক এ সুবিধা পেয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর পল্লি বিদ্যুৎ সমিতির এজিএম ব্রজ গোপাল দেবনাথ, জুনিয়ার ইঞ্জিনিয়ার মাইনুল ইসলাম, পিইউসি সাইফুর রহমান, ওয়ারিং পরিদর্শক মো. করিম, সহকারী হিসাব রক্ষক জুল মোহাম্মাদ, মিটার চেকার কামরুল ইসলাম, বালিপাড়া অফিস ইনচার্জ ও লাইন টেকনিশিয়ান ইসলাম হাওলাদার, সাংবাদিক এম আহসানুল ছগির, খান মোঃ নাসির উদ্দিন প্রমুখ।

নি¤œআয়ের দেশ থেকে নি¤œ মধ্যআয়ের দেশে উত্তরণ হওয়ায় সরকার এ সুবিধা দিচ্ছেন।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial