প্রধান সূচি

ইন্দুরকানীতে দুই পক্ষের সংঘর্ষে আহত-৫

ইন্দুরকানীতে প্রেম সংক্রান্ত ঘটনার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার পত্তাশী এলাকায় এ ঘটনা ঘটে।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পত্তাশী এলাকার এক স্কুল ছাত্রীকে দুই যুবক পছন্দ করে আসছে। এই ঘটনা দু’জনে জানার পর একে অন্যকে ওই ছাত্রীর পথ থেকে সরে যেতে বলে। কিন্তু এ সিদ্ধান্ত তার দু’জনে মানতে নারাজ। এর সূত্র ধরেই পত্তাশী গ্রামের আলী আজিম গ্রুপের লোকজন হাসান গ্রুপের উপর লাঠিসোঠা নিয়ে হামলা চালায়। পাল্টা হামলায় উভয় পক্ষের রাব্বি সিকদার, হাসান, মাসুম, আলী আজিমসহ ৫ জন আহত। গুরুতর আহত মাসুম ও রাব্বিকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইন্দুরকানী থানার ওসি মো. নাসির উদ্দিন জানান, হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial