প্রধান সূচি

কাউখালীর শ্রেষ্ঠ শিক্ষক কামরুজ্জামান

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় জেলার কাউখালী উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক মনোনীত হয়েছেন জোলাগাতী মুসলিম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত) মোঃ কামরুজ্জামান।

কামরুজ্জামান যশোর জেলার সন্তান। তিনি বিএনএফ শাহীন কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাস করে যশোরের সরকারি এম.এম কলেজ হতে ২০০৮ সালে বিএসসি অনার্স এবং ২০০৯ সালে এমএসসি (গণিত) বিষয়ে ১ম শ্রেণি অর্জন করেন। ২০১২ সালে তিনি বিএড ১ম শ্রেণিতে পাস করে করেন। ২০১৩ সালে ইসলামী বিশ্ববিদ্যালয় হতে ব্যবস্থাপনা বিষয়ে এমবিএ ডিগ্রী অর্জন করেন। ২০১৬ সালে এমএড এ প্রথম শ্রেণি অর্জন করেন।

তিনি কাউখালী জোলাগাতী মুসলিম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত) হিসেবে ২০১৫ সালের ১ জুন যোগদান করেন। এর আগে তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষা প্রকল্প সেকায়েপ এর রিসোর্স টিচার (গণিত) হিসেবে কর্মরত ছিলেন।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial