কাউখালীতে দরিদ্রদের কর্মসংস্থানে ২০ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে
জেলার কাউখালী উপজেলার ৫টি ইউনিয়নে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) ১ম পর্যায়ে ২০টি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ সড়ক নির্মাণ, পুনঃনির্মাণ, সংস্কারও রক্ষণাবেক্ষণ, বিভিন্ন প্রতিষ্ঠানের মাঠ ভরাটসহ উপকারভোগীদের মান উন্নয়নের কাজ চলছে।
উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ কাজ বাস্তবায়নে সার্বক্ষণিক নজরদারি রাখছেন।
এ প্রকল্পের আওতায় অতিদরিদ্র ও নি¤œ আয়ের মানুষজনের কর্মসংস্থান সৃষ্ট হয়েছে। উপজেলার কাউখালী ইউনিয়ন, সয়না রঘুনাথপুর ইউনিয়ন, চিরাপাড়া পার-সাতুরিয়া, শিয়ালকাঠী ও আমরাজুড়ি ইউনিয়ন প্রথম ধাপে ৫০ ভাগ কাজ সমাপ্ত করা হয়েছে।
এ কর্মসূচির আওতায় ৭৮ লাখ ৮ হাজার টাকা ব্যয়ে ২০টি প্রকল্পে অতিদরিদ্র পরিবারের উপকারভোগীর সংখ্যা ৯৭১ জনের জীবন মান উন্নয়ন হচ্ছে।
কাউখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুল ওয়াদুদ জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার, ইউপি চেয়ারম্যানসহ ৫ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কর্মসৃজন কাজ তদারকি মনিটরিং টিম এর তত্বাবধানে প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। উপজেলায় ৫টি ইউনিয়নে ২০টি প্রকল্পের আওতায় কাজ চলছে। ইতিমধ্যে প্রকল্পের ৫০ ভাগ কাজ সমাপ্ত হয়েছে। বাকি কাজ চলমান রয়েছে।
কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন বলেন, জনবান্ধব সরকার হচ্ছে শেখ হাসিনার সরকার। কর্মসৃজন কর্মসূচির মাধ্যমে এলাকার কর্মহীন মানুষের কর্মসংস্থানের পাশাপাশি কাউখালী সদর ইউনিয়নে নতুন নতুন সড়ক সৃষ্টি হয়েছে।
