প্রধান সূচি

‘পুত্র’ ছবির আয়ের অংশ পাবে প্রতিবন্ধীরা

সারাদেশে কাল শুক্রবার মুক্তি পাচ্ছে সাইফুল ইসলাম মাননু পরিচালিত সিনেমা ‘পুত্র’। সিনেমাটি থেকে প্রাপ্ত আয়ের একটা অংশ পাবেন বুদ্ধি প্রতিবন্ধীরা। এমনটাই জানালেন ছবির পরিবেশনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।
তিনি বলেন, আমরা সিনেমাটি তিন শতাধিক হলে মুক্তি দিতে পারব বলে আশা করছি। সেখানে প্রাপ্ত অর্থের একটা অংশ প্রতিবন্ধীদের কল্যাণে ব্যয় করা হবে।
‘পুত্র’র মুক্তি উপলক্ষে ঢাকা ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানান আবদুল আজিজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তথ্য মন্ত্রণালয়ের সচিব আবুল হোসেন, পরিচালক কাজী হায়াৎ, অভিনেতা আজিজুল হাকিম, শিশু শিল্পী লাজিম প্রমুখ।
এ সময় তথ্যমন্ত্রী বলেন, আমরা অনেক সময় প্রতিবন্ধী শব্দটি গালি হিসেবে ব্যবহার করি, যা ঠিক নয়। আপনারা এ ছবিটি দেখবেন এবং অন্যকে দেখতে উদ্বুদ্ধ করবেন।
‘পুত্র’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস, জয়া আহসান, ডলি জহুর, আহসান হাবিব, রিচি সোলায়মান, সাবেরি আলম প্রমুখ।
মূলতঃ প্রতিবন্ধী শিশুদের বেড়ে ওঠার নানা দিক নিয়েই আবর্তিত হয়েছে ‘পুত্র’ ছবির গল্প। একটি প্রতিবন্ধী শিশুর জীবনে কী ধরনের প্রতিবন্ধকতা আসে, তারই চিত্রায়ন পুত্র।






উত্তর দিন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.