প্রধান সূচি

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় দুই গরু ব্যবসায়ীসহ নিহত-৩ ॥ আহত-৪

বাগেরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ীসহ তিন জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও চারজন। শনিবার সকাল ও দুপুরে বাগেরহাট-খুলনা সড়কের শ্রীঘাট বেইলী ব্রীজ ও বারাকপুরে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন, বাগেরহাট সদর উপজেলার দেপাড়া গ্রামের গরু ব্যবসায়ী মিজান হালদার (৩০), কোড়ামারা গ্রামের আল আমিন শেখ (২৮) এবং হানিফ পরিবহণের চালক মুকুল। মুকুলের বাড়ি রংপুরে।

বাগেরহাটের কাটাখালী মহাসড়ক পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জামাল শেখ জানান, বাগেরহাট থেকে যশোরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া গরু ব্যবসায়ীদের একটি পিকআপ ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর রোহান পরিবহনের সাথে মুখোমূখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা চালকসহ চারজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের আশংকাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই গরু ব্যবসায়ি মিজান ও আল আমিন মারা যান। নিহতরা স্থানীয় গরু ব্যবসায়ি। তারা গরু কিনতে পিকআপ নিয়ে যশোর যাচ্ছিলেন।

এদিকে, বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক সরদার মাসুদুর রহমান জানান, বাগেরহাট-খুলনা সড়কের বাগেরহাট সদর উপজেলার বারাকপুর বাসষ্ট্যান্ডের কাছে দুটি যাত্রীবাহী বাসের মূখোমূখি সংঘর্ষে হানিফ পরিবহনের চালক মুকুল নিহত হয়েছেন। এসময় আরও দুজন আহত হন। বাগেরহাট ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial