অবশেষে ইন্দুরকানীর জড়াজীর্ণ বিদ্যালয় ভবন সংস্কারে উপজেলা পরিষদের অনুদান
জড়াজীর্ণ ভবনে এক বছর ধরে পাঠদান ব্যাহত হওয়ার পরও বিদ্যালয় কর্তৃপক্ষ কার কাছ থেকে কোন সহযোগীতা পায়নি। অবশেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান বিদ্যালয়টির দুর্দশা দেখে এবং কোমলমতি শিক্ষার্থীদের স্বার্থে পাঠদান অব্যাহত রাখার জন্য সহযোগীতার হাত বাড়াল।
মঙ্গলবার উপজেলার ৬ নং পশ্চিম চাড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জড়াজীর্ণ ভবনটি সংস্কারের জন্য ২৫ হাজার টাকা অনুদান দেয়া হয়। বিদ্যালয়ে উপস্থিত হয়ে অনুদানের চেক প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাসুদ সাঈদী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির, জমিদাতা সদস্য শংকর ডাকুয়া, প্রধান শিক্ষক মনজিলা খাতুন প্রমুখ। এসময় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা এক বছর পর সংস্কারের জন্য অনুদান পেয়ে উচ্চশিত হয়।
Please follow and like us:
« কাউখালীতে যুবলীগের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইন্দুরকানীতে অস্বচ্ছল প্রবীণ জনগোষ্ঠীর জীবন মান্নোয়নে কর্মশালা »
