মঠবাড়িয়ায় বৃদ্ধার লাশ উদ্ধার
মঠবাড়িয়ায় থানা পুলিশ উপজেলার পশ্চিম রাজপাড়া গ্রামের স্বামীর বাড়ি থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় কইতোরজান বিবি (৭৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে। চার সন্তানের জননী নিহত বৃদ্ধা কইতোরজান বিবি পশ্চিম রাজপাড়া গ্রামের আবদুল হাই হাওলাদারের স্ত্রী।
থানা সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে ছেলেদের সাথে অভিমান করে গত ১৫ অক্টোবর বৃদ্ধা কইতোরজান বিবি ঘরে রক্ষিত কীটনাশক পান করে অসুস্থ্য হয়ে পরেন। পরে আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গত তিন দিন চিকিৎসা শেষে ১৮ অক্টোবর হাসপাতালের ছাড়পত্র নিয়ে বাড়ি গেলে শুক্রবার সন্ধ্যার দিকে তিনি মারা যান।
মঠবাড়িয়া থানার উপ-পুলিশ পরিদর্শক নুর আমিন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Please follow and like us:
« বাগেরহাটে ভারী বর্ষনে পৌর এলাকাসহ নিম্নাঞ্চল প্লাবিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় অনলাইন নিউজ পোর্টাল মঠবাড়িয়া বার্তা যাত্রা শুরু »
