প্রধান সূচি

ইন্দুরকানীতে আ’লীগ নেতাকর্মীদের হাতে ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত

ইন্দুরকানী প্রতিনিধি :

পিরোজপুরের ইন্দুরকানীতে অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচী টিআর-কাবিখাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে সমন্বয় না করায় তাদের হাতে এক ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত হয়েছেন।

আজ শনিবার স্থানীয় সংসদ সদস্য পরিবেশ ও বন মন্ত্রীর ইন্দুরকানী সফর উপলক্ষে পত্তাশী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন হাওলাদার তার ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ইউপি সদস্যদের নিয়ে অবস্থান করছিলেন। এসময় পত্তাশী ইউনিয়ন যুবলীগের সভাপতি ও উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মোঃ ইকরামুল সিকদারসহ কয়েকজন নেতা-কর্মী চেয়ারম্যানের কার্যালয়ে ঢুকে করে তাকে অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচী টিআর-কাবিখাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে যুবলীগকে সমন্বয় না করার বিষয়টি জানতে চায়। তখন ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, এ সকল কাজে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে আলোচনা করে করা হয়েছে। তবে কোন যুবলীগ বা ছাত্রলীগের সাথে সমন্বয়ের কোন বিষয় নেই। এ কাজগুলো ইউনিয়ন পরিষদ করে থাকে। তখন যুবলীগ নেতা উত্তেজিত হয়ে চেয়ারম্যানের সাথে খারাপ আচরণ করলে চেয়ারম্যান তাকে পরিষদ থেকে বের হয়ে যেতে বলেন। পরে স্থানীয় আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান ও মাহবুব আলমের নেতৃত্বে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা চেয়ারম্যানের উপর চড়াও হয় এবং তাকে অকথ্য ভাষায় গালাগাল করে লাঞ্ছিত করে। ওই সময় উপস্থিত ইউপি সদস্যরা চেয়ারম্যানকে অপ্রীতিকর পরিস্থিতির হাত থেকে রক্ষা করার চেষ্টা করেন। পরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হাত থেকে চেয়ারম্যান রক্ষা পাওয়ার জন্য পার্শ্ববর্তী ইউপি সচিবের কক্ষে অবস্থান করেন।

এবিষয়ে পত্তাশী ইউনিয়ন যুবলীগের সভাপতি ও উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মোঃ ইকরামুল সিকদার জানান, আমি পত্তাশী ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের কাছে উন্নয়নমূলক কাজের বিষয়ে যুবলীগের সাথে সমন্বয় না করার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, যুবলীগ ছাত্রলীগের সাথে এ বিষয়ে সমন্বয়ের কিছুই নেই। এ নিয়ে আমার সাথে কথার কাটাকাটি হলে চেয়ারম্যান আমাকে ইউনিয়ন পরিষদ থেকে বের হয়ে যেতে বলেন। অপরদিকে পত্তাশী ইউপি চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন হাওলাদার জানান, পত্তাশী ইউনিয়ন যুবলীগের সভাপতি ইকরামুল সিকদার শনিবার আমার কার্যালয়ে ঢুকে অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচীর কাজে যুবলীগের অর্ন্তভুক্তির কথা বললে আমি তাকে বলি এ কাজগুলো ইউনিয়ন পরিষদের সদস্যরা করে থাকেন। এ কথা শোনার পর সে উত্তেজিত হয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান ও মাহবুব আলমকে নিয়ে আমাকে গালাগালি করে এবং আমার উপর হামলা করতে চায়। তখন ইউপি সদস্যরা পরিস্থিতি সামাল দেন।

আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান জানান, যুবলীগ নেতাকর্মীদের সাথে ইউপি চেয়ারম্যানের কথার কাটাকাটির খবর শুনে আমি তাদেরকে পরিষদের নিচে নিয়ে আসি। তার সাথে কোন খারাপ আচরণ করা হয়নি। তবে ইউপি চেয়ারম্যান দলীয় নেতাকর্মীদের সাথে সমন্বয় না করে নিজের ইচ্ছেমত কাজ করেন।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial