কাউখালীর সোনাকুর মৃৎ শিল্প পল্লী পরিদর্শনে তাসমিমা হোসেন
রবিউল হাসান রবিন, কাউখালী :
পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন আজ শনিবার সকালে পিরোজপুরের কাউখালী উপজেলার সন্ধ্যা নদীর পাড়ে সোনাকুর মৃৎ শিল্প পল্লী পরিদর্শন করেছেন।
এ সময় তিনি মৃৎ শিল্প পেশার সাথে জড়িতদের খোলামেলা আলাপ করেন। মৃৎ শিল্পীরা তাদের মাটি দিয়ে তৈরী জিনিসপত্র দেখান এবং তাদের জীবন-জীবিকার কথা তাসমিমা হোসেনকে জানান। তারা বলেন, মৃৎশিল্পের সাথে সোনাকুর গ্রামের অধিকাংশ মানুষ জড়িত। কুমারদের পাশাপাশি এলাকার অনেক মুসলমান নারী মানুষ শিশু এ পেশার নিয়োজিত আছেন। তারা শত অভাবের মধ্যেও এ সম্প্রদায়ের অনেকেই এখনো পূর্বপুরুষের এ পেশাকে আঁকড়ে ধরে আছেন।
এ সময় তাসমিমা হোসেনের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ক্রাফট কাউন্সিল অব বাংলাদেশ (এনসিসিবি) নির্বাহী সদস্য ডলি সিদ্দিক, সদস্য নাসিমা আমিন এবং তাসমিমা হোসেনের নাতনী নাবিহা।
এছাড়া সাবেক ইউপি চেয়ারম্যান কৃষ্ণ লাল গুহ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ড, উপজেলা জেপি’র সাধারণ সম্পাদক শাহ আলম নসু, সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার, যুব সংহতির আহবায়ক জাকির হোসেন নসু, যুগ্ন-আহবায়ক মনজুরুল মাহাফুজ পায়েল, ইউপি সদস্য নেপাল চন্দ্র দে, দিপু কুন্ডু এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কাউখালী উপজেলার সন্ধ্যা নদীর তীরের সোনাকুর গ্রাম যেন শিল্পীর তুলিতে আঁকা একটি স্বর্ণালী ছবি। কাউখালী নদী বন্দর থেকে পশ্চিম বা লঞ্চ ঘাটে দাড়ালে বা চলমান জলযান থেকে নদীর পশ্চিম পাড়ের সোনাকুরের সারিবদ্ধ ছোট ছোট কুটিরের নয়নাভিরাম দৃশ্য চোখে পড়ে। সোনাকুর গ্রামে প্রায় ৭০/৭৫টি মৎ শিল্প পরিবার বসবাস করছে। বৃহত্তর বরিশালের একমাত্র মৃৎ শিল্পের বড় গ্রাম হিসেবে পরিচিত সোনাকুর।
