কাউখালীতে কারেন্ট জাল জব্দ : জেলের জরিমানা
কাউখালী প্রতিনিধি :
কাউখালী উপজেলায় নৌ-পুলিশ ও মৎস্য অধিদপ্তরে যৌথ অভিযান চালিয়ে সন্ধ্যা নদীর বিভিন্ন এলাকায় থেকে প্রায় ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, চরগড়া ও বাধা জাল জব্দ করেছে এবং জাটকা ইলিশ ধরার অপরাধে এক জেলেকে আটক করেছে।
আজ সোমবার ভোরে সন্ধ্যা নদী থেকে এসব অবৈধ জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্যে প্রায় এক লাখ টাকা ।
জাটকা ইলিশ ধরার দায়ে আটক জেলেকে পাঁচশত টাকা জরিামানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট লাবণী চাকমা এ জরিমানা করেন।
জরিমানাকৃত জেলের নাম দেলোয়ার হোসেন (৫০)। সে উপজেলার সুবিদপুর গ্রামের হাকিম হাওলাদারের ছেলে।
স্বরূপকাঠী নৌ পুলিশের ফাঁড়ি ইনচার্জ হারুণ অর রশীদ জানান, রাতে কাউখালীর সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে একটি মাছ ধরার নৌকায় দেলোয়ারকে জাটকা ইলিশ এবং নিষিদ্ধ কারেন্ট জালসহ আটক করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবনী চাকমা এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহার উপস্থিতিতে উপজেলা পরিষদ চত্বরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
