প্রধান সূচি

ইন্দুরকানীতে আগুনে পুড়ে যাওয়া দোকান মালিকদের আর্থিক অনুদান দিয়েছেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান

ইন্দুরকানী প্রতিনিধি :
ইন্দুরকানী উপজেলায় পুড়ে যাওয়া দোকান পরিদর্শন করেছেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজ। রবিবার উপজেলার পাড়েরহাট বন্দর বাজারে পুড়ে যাওয়া ৫টি দোকান ঘর পরিদর্শন কালে জেলা পরিষদ চেয়ারম্যান তার ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্থদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করেন। এছাড়া পাড়েরহাট বন্দরের সরকারি পুকুর পাড় মেরামতের জন্য জেলা পরিষদ থেকে ৫ লক্ষ টাকা দেয়ার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম সুমন, আবুল কালাম ইমরান, পাড়েরহাট ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুল, পত্তাশী ইউপি চেয়রম্যান হাওলাদার মোঃ মোয়াজ্জেম হোসেন, বালিপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ কবির হোসেন, মুক্তিযোদ্ধা মোকাররম হোসেন, আওয়ামী লীগ নেতা খসরু খলিফা, উপজেলা জাতীয় পার্টি জেপি নেতা মোঃ হারুন অর রশিদ পান্না প্রমুখ।
উল্লেখ্য; গত শুক্রবার গভীর রাতে বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে দোকান ঘরগুলো পুড়ে যায়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial