প্রধান সূচি

যশোর থানার ওসি ক্লোজড

খুলনা অফিস :

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেনকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। মঙ্গলবার রাতে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। জেলা পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গত সোমবার সন্ধ্যায় রাইটস যশোরের নির্বাহী পরিচালক, প্রেসক্লাব যশোরের সাবেক সহ-সভাপতি ও দৈনিক টেলিগ্রামের সম্পাদক বিনয়কৃষ্ণ মল্লিককে নিজ বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে সোমবার রাত থেকে যশোরের সংবাদকর্মীরা আন্দোলনে নামেন। তারা পুলিশ সুপারের অপসারণ এবং সাংবাদিক ও তাদের পরিবার-সদস্যদের নিরাপত্তা দাবি করেন।

তবে ওসি ইলিয়াস হোসেনকে এই ঘটনায় প্রত্যাহার করা হয়েছে কি-না তা নিশ্চিত হওয়া যায়নি। এসপি শুধু এটুকু জানিয়েছেন, প্রশাসনিক কারণে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

ইলিয়াস হোসেন ২০১৬ সালের ২ ফেব্রুয়ারি কোতোয়ালি মডেল থানায় যোগ দেন। মঙ্গলবার সন্ধ্যায় ইলিয়াস হোসেনকে পুলিশ লাইনে সংযুক্ত করা হলেও থানার ওসির দায়িত্ব এখনো কাউকে দেয়া হয়নি বলে পুলিশ সূত্র জানিয়েছে।

এদিকে মঙ্গলবার  সন্ধ্যা ৬ টার দিকে নরসিংদীর আদালত থেকে জামিন পান বিনয়কৃষ্ণ।

 

Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial