প্রধান সূচি

মোড়েলগঞ্জে সাংবাদিক মাসুম সন্ত্রাসী হামলায় আহত

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় কর্মরত দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও সমাজের কথা পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মশিউর রহমান মাসুম সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন। পেশাগত দায়িত্ব পালন শেষে মঙ্গলবার রাতে মোটর সাইকেলযোগে বাসায় ফেরার পথে সন্ত্রাসীরা তাকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা সাংবাদিক মাসুমকে উদ্ধার করে মোড়েলগঞ্জ হাসপাতালে ভর্তি করে।

আহত সাংবাদিক মাসুম জানান, প্রতিদিনের মতো পেশাগত দায়িত্ব পালন শেষে উপজেলা সদর থেকে মোটর সাইকেলযোগে বাসায় ফেরার পথে বৈমালী ব্রীজের কাছে পৌঁছালে ওৎ পেতে থাকা অজ্ঞাত সন্ত্রাসীরা তার উপর হামলা করে তাকে আহত করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোড়েলগঞ্জ হাসপাতালে ভর্তি করে।

মোড়েলগঞ্জ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. মুফতি মোঃ কামাল জানান, সাংবাদিক মাসুমের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তিনি আশংঙ্কামুক্ত।

মোড়েলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেদুল ইসলাম জানান, সাংবাদিক মাসুমের উপর সন্ত্রাসী হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতালে গিয়ে সাংবাদিক মাসুমের বক্তব্য রেকড করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। তবে হামলাকারী সন্ত্রাসীদের চিহিৃত করে তাদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial