প্রধান সূচি

ভান্ডারিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে মানববন্ধন

ভান্ডারিয়া প্রতিনিধি :

ভান্ডারিয়ায় আজ রবিবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে ঘন্টা ব্যাপী এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার।

ইউএনও ও পৌর প্রশাসক মোহাম্মদ রুহুল কুদ্দুসের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওলাদ হোসেন, পিরোজপুর জেলা পরিষদের সদস্য রোকেয়া বেগম, মোঃ রেজাউল হক রেজভী জোমাদ্দারসহ উপজেলার ১৫টি মহিলা সংগঠনের নেত্রী ও সদস্যরা অংশ নেন।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial