প্রধান সূচি

কাউখালী ষ্টুডেন্টস কাউন্সিল নির্বাচন সম্পন্ন

কাউখালী প্রতিনিধি :

প্রতিবছরের ন্যায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কাউখালী উপজেলায় ৬৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ষ্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টা  থেকে দুপুর ১টা পর্যন্ত এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

প্রার্থী থেকে ভোটার সবাই এ নির্বাচনে শিক্ষার্থীরাই। নিয়মানুযায়ী মনোনয়নপত্র তুলে তা দাখিল করে প্রার্থীরা। পরে তারা নিজেদের ছবি সংবলিত ভোটার নম্বর দিয়ে পোস্টার সাঁটিয়ে কর্মী-সমর্থকদের নিয়ে কয়েক দিন ধরে প্রচারণা চালায়। এরপর ভোটের দিন  গোপন ব্যালট পেপার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তা ও প্রার্থীদের এজেন্ট, ভোট গ্রহণের বুথ, ম্যাজিষ্ট্রেট নিয়োগ দিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট  দেয় ভোটাররা। সবই করেছে খুদে শিক্ষার্থীরা।

কাউখালীর হোগলা বেতকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ হাবিবুল্লাহ ফকির জানান, নির্বাচিত সদস্যরা স্বাস্থ্য, বন ও পরিবেশ বিষয়ক, পরিস্কার-পরিচ্ছন্নতা, আপ্যায়নসহ সাতটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবে।

এ ব্যাপারে কাঠালিয়া  সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মেহেরুন নেছা বলেন, এ বছর নির্বাচনে শিক্ষার্থীদের মধ্যে অনেক বেশী উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা এস কে জাবিদ হোসেন জানান, প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র ভর্তি বৃদ্ধি, ঝরে পরা রোধ, শিক্ষার মানবৃদ্ধি ও উন্নয়নমূলক কর্মকান্ডে ছাত্র-ছাত্রীদের সম্পৃক্ত করণের লক্ষে প্রতিবারের ন্যায় এবারও ষ্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। এরমধ্য দিয়ে ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে শিশু বয়সেই ভালো নেতৃত্বের গুণাবলী তৈরি হবে। যাতে ভবিষ্যতে দেশ-জাতি ও সমাজের কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করতে সক্ষমতা অর্জন করবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial