পাইকগাছা পৌরসবার ৩৩ কোটি টাকার বাজেট ঘোষণা
পাইকগাছা পৌরসবার ২০১৮-১৯ অর্থবছরে ৩৩ কোটি টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরের সবাপতিত্বে অনুষ্ঠিত বাজেট সবায় ২০১৮-১৯ অর্থবছরে ৯ কোটি ৮৫ লাখ ৩৮ হাজার ৭৮৩ টাকা পৌরসবার রাজস্ব আয় ও ব্যয় এবং ১১ কোটি ৫৫ লাখ ৭ হাজার ২৫৬ টাকা উন্নয়ন আয়-ব্যয় দেখানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এডবোকেট স ম বাবর আলী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান, আওয়ামী লীগ নেতা রতন কুমার বদ্র, লুৎফর রহমান, নাগরিক কমিটির সবাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম ও ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সবাপতি এডবোকেট মোর্তজা জামান আলমগীর রুলু।
Please follow and like us:
« বাগেরহাটে বেড়িবাঁধে বাঙ্গন ॥ বিলিন হচ্ছে শত শত একর জমি (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) রবিবার ব্যাংক লেনদেন বন্ধ »
