প্রধান সূচি

কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের হোগলা গ্রামে খালে ডুবে রূপা নামের আড়াই বছরের এক কন্যা শিশু মারা গেছে। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। রূপা হোগলা গ্রামের মো.বাদল হাওলাদারের মেয়ে।

শিশুটির পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে,  বাড়ির উঠানে শিশু রূপা খেলা করছিল। পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি বাড়ির পাশের খালে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয় লোকজন রূপাকে খাল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পানিতে ডুবে শিশুর মৃত্যুতে ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. হোসাইন আহম্মেদ বলেন, রূপাকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial