প্রধান সূচি

চিতলমারীতে মাদক ও বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো পাঁচ শতাধিক শিক্ষার্থী

‘নেশা ছেড়ে কলম ধরি, মাদক মুক্ত সমাজ গড়ি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বাগেরহাটের চিতলমারীতে মাদক, বাল্য বিবাহ ও ইভটিজিংকে লাল কার্ড দেখালো পাঁচ শতাধিক শিক্ষার্থী। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়াম ভবনে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে শিক্ষার্থীদের শপথ গ্রহণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা কাওসার আলম সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুসাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবুল হোসেন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোজাফ্ফর উদ্দিন, ইউপি চেয়ারম্যান অশোক কুমার বড়াল, সামিয়া রহমান বিউটি, ওয়াহিদুজ্জামান কাকা মিয়া, শিকদার মতিয়ার রহমান।

এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নরহরি বৈরাগী, মেডিকেল অফিসার ডাঃ মামুন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অবনী মোহন বসু, সাধারণ সম্পাদক এস এম এ শোয়েল, প্রেসক্লাব চিতলমারী’র সাধারণ সম্পাদক প্রদীপ ম-ল প্রমূখ। অনুষ্ঠানে চিতলমারী এস এম মডেল উচ্চ বিদ্যালয়, বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়, সম্মেলনী মাধ্যমিক বিদ্যালয়, হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সন্তোষপুর মাধ্যমিক বিদ্যলয়সহ ৭ টি বিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদ শিক্ষার্থীদেরকে শপথ বাক্য পাঠ করান। এ সময় শিক্ষার্থীরা নৈতিক শিক্ষা, সত্যবাদিতা, দেশপ্রেম ও মানবতাকে সবুজ কার্ড দেখায় এবং মাদক, জঙ্গিবাদ ও বাল্য বিবাহকে লাল প্রদর্শণ করে।

প্রসঙ্গত, স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের টিফিনের টাকা বাঁচিয়ে তাদের মধ্যে মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করে চলছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial