স্বরূপকাঠির ঝাল মুড়ি বিক্রেতার স্ত্রীর আত্মহত্যা
স্বরূপকাঠিতে পারিবারিক অভাব অনটনের সইতে না পেরে তানিয়া বেগম (২৬) নামের এক ঝাল মুড়ি বিক্রেতার স্ত্রী বিষপানে আত্মহত্যা করেছে। হত দরিদ্র তানিয়া দুই সন্তানের জননী। রবিবার দুপুরে স্বরূপকাঠি পৌর এলাকার জগন্নাথকাঠি গ্রামে ভাড়া বাসায় বসে তিনি আত্মহত্যা করেন। স্থানীয়রা তানিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্ত্যব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন।
প্রতিবেশীরা জানান, নিহত তানিয়ার স্বামী হতদরিদ্র মো. লিটন মিয়া ঝালমুড়ি বিক্রি করে সংসার চালাতেন। সম্প্রতি লিটন আর্থিক অনটনের মধ্যে দিন কাটাচ্ছেন এবং দায় দেনায় পড়েছেন। এই হতাশা সইতে না পেরে তানিয়া আত্মহত্যা করেছে।
Please follow and like us:
« বাগেরহাটের রামপালে র্যাবের সাথে বন্দুক যুদ্ধে দস্যু নিহত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ায় ভাতিজার আঘাতে চাচা আহত »
