স্বরূপকাঠি উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা
বাংলাদেশ সল্প উন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ করায় স্বরূপকাঠি উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভা যাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলার সরকারী কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিদের স্বতঃস্ফূতভাবে অংশগ্রহন করে। পরে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্ত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ লাভলু আহম্মেদ, সহকারি কমিশনার (ভূমি) মোঃ কাওছার হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ জাহিদ হোসেন, সমেদকাঠি ইউপি চেয়ারম্যান এম. কে. সবুর তালুকদার, কৃষি কর্মকর্তা মোঃ রিফাত সিকাদার প্রমুখ।
