প্রধান সূচি

নাজিরপুরের পাকুরিয়ায় অন্যের জমি দখল করে বিদ্যালয় স্থাপনের অভিযোগ

পিরোজপুরের নাজিরপুর উপজেলার দেউলবাড়ী ইউনিয়নের পাকুরিয়া মৌজায় অন্যের ভোগ দখলীয় জমি দখল করে অবৈধভাবে একটি বেসরকারী প্রাথমিক বিদ্যালয় স্থাপন করার অভিযোগ উঠেছে।
সোমবার সকালে পিরোজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জমির মালিক দাবিদার উপজেলার পাকুরিয়া গ্রামের মৃত. ছুটুরাম হালদারের ছেলে মনিন্দ্র নাথ হালদার এ অভিযোগ করেন। এসময় মনিন্দ্র নাথ হালদারের ভাইয়ের ছেলে স্বপন কুমার হালদারসহ অন্য ভাতিজারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মনিন্দ্রনাথ হালদার লিখিত বক্তব্যে বলেন, আমি ও আমার তিন ভাই মৃত. সুকুমার হালদার, মৃত. গজেন্দ্র নাথ হালদার, মৃত. জ্ঞানেন্দ্রনাথ হালদার ১৯৭৪ সালে গাওখালির খেয়াঘাট সংলগ্ন পাকুরিয়া মৌজায় এসএ রেকর্ডীয় মালিক স্থানীয় কৃষ্ণ কান্ত হালদারের কাছ থেকে কবলামূলে ৩২ শতাংশ জমি ক্রয় করি। আমার অন্য তিন ভাই পরলোকগমন করলে উক্ত সম্পত্তি আমি ও আমার ভাতিজারা ভোগদখল করে আসছি।
সম্প্রতি এলাকার কিছু সুবিধাভোগী ও ভুমিদস্যু মিলে আমাদের কবলাকৃত দখলীয় সম্পত্তির ১৬ শতাংশ জায়গা জবর দখল করে রাতের মধ্যে সেখানে একটি ঘর তৈরী করে। পরবর্তিতে সেখানে উত্তর পূর্ব পাকুরিয় বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নাম উল্লেখ করে এলাকা থেকে ভাড়া করা ১০/১২ জন ছেলে মেয়ে এনে নামমাত্র পাঠদান শুরু করে। কিন্তু ওই নামে উক্ত জায়গায় বা এলাকায় কোন বিদ্যালয় ছিল না। খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় ১০/১২ বছর আগের প্রতিষ্ঠিত দেখিয়ে ভুয়া কাগজপত্র তৈরী করে আমার জায়গা দখল করে বিদ্যালয়টি জাতীয়করণ করার পায়তারা করছে সুবিধাভোগী মহলটি।
তিনি বলেন, আমাদের জায়গা দখল করে বিদ্যালয় স্থাপনের বিষয়ে ঐ বিদ্যালয়ের কথিত সভাপতি জগবন্ধু মজুমদারকে জিজ্ঞাসা করিলে তিনি আমাকে হুমকি দিয়ে তাড়িয়ে দেন। জমি দখল করে অবৈধভাবে বিদ্যালয় নির্মানের বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানালেও তিনি প্রতিকারমূলক কোন ব্যবস্থা নেন নি।
পরবর্তিতে আমি জোরপূর্বক জায়গা দখল করার বিষয়ে পিরোজপুর আদালতে গত ৬ নভেম্বর একটি মামলা দায়ের করি। মামলা নং- ১০৬/১৭। এছাড়া হুমকি ও ভয়ভীতি দেয়ার বিষয়ে ৪ নভেম্বর নাজিরপুর থানায় একটি জিডিও করা হয়।
বর্তমানে তারা বিদ্যালয়টি জাতীয়করণের নামে অবৈধ শিক্ষক নিয়োগ দিয়ে লাখ লাখ টাকা কামিয়ে নেওয়ার পায়তারা করছে।

সংবাদ সম্মেলনে মনিন্দ্রনাথ হালদার তার জবর দখলকৃত জায়গা ফিরে পেতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial