মঠবাড়িয়ায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
মঠবাড়িয়া থানা পুলিশ রবিবার দুপুরে উপজেলার দক্ষিণ সোনাখালী এলাকায় অভিযান চালিয়ে ৫০গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো গোলবুনিয়া গ্রামের মোঃ হালিমের ছেলে জাকির হোসেন (২৯) ও ঝাটিবুনিয়া গ্রামের মৃত আমির হাওলাদারের ছেলে মিলন হাওলাদার (৩০)।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, জাকির ও মিলনকে গাঁজা বিক্রির সময় গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের সোমবার আদালতে সোপর্দ করা হবে।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় টমটম উল্টে চালক নিহত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইন্দুরকানীতে বিশ্ব মানবাধিকার দিবসে র্যালী ও আলোচনা সভা »
