স্বরূপকাঠীতে শিক্ষকের বিরুদ্ধে জেডিসি পরীক্ষার্থীকে লাঞ্চিত করার অভিযোগ
স্বরূপকাঠীতে প্রাইভেট পড়ার মধ্যে লালকলম না আনার অপরাধে জোমানা (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রীকে থাপ্পর মেরে ফ্লোরে ফেলে দিয়ে শারীরিকভাবে লাঞ্চিত করার অভিযোগ পাওয়া গেছে মোঃ মানসুর নামে নেছারাবাদ মোজাদ্দিদীয়া ইসলামি মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে।
শনিবার বিকেলের দিকে উপজেলার ওই মাদ্রাসায় প্রাইভেটের মধ্যে ওই ছাত্রীকে থাপ্পর মেরে ফ্লোরে লুটিয়ে ফেলে। এক পর্যায়ে ছাত্রীটি উঠে কক্ষ থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করে। তাতে ওই মাদ্রাসা শিক্ষক আরো ক্ষিপ্ত হয়ে তাকে জোর জবরদস্তি করে কক্ষে ডুকিয়ে বেদম প্রহার করে অজ্ঞান করে ফেলে বলে ছাত্রীসহ তার মা হাসপাতালে বসে এ অভিযোগ করেন।
ছাত্রী জোমানা বলে, সোমবার ১৩ নভেম্বর তাদের জেডিসি পরীক্ষার ইংরেজী প্রথম পত্র। ঘটনার দিন পরীক্ষা শেষ করে বাসায় গিয়ে তারাহুরা করে শিক্ষকের কাছে পড়তে আসে। এতে তাদের স্যারের নিয়ম করা প্রাইভেটে বই আকানোর জন্য লাল কলমটি আনতে ভুলে যায়। স্যার মানসুর লালকলম দেখতে না পেয়ে তাকে বেদম প্রহার করে মাটিতে ফেলে দেয়। এক পর্যায়ে মাটি থেকে ওঠে ভয়ে ক্লাশ থেকে বের হতে চাইলে তাকে জোড় করে কক্ষে ডুকিয়ে সবার সামনে লাথি ও থাপ্পর মেরে পূনরায় মাটিতে ফেলে দেয়।
অভিযোগের বিষয়ে ওই মাদ্রাসার শিক্ষক মাওলানা মানসুরকে না পেয়ে ফোন দিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি প্রাইভেটের সবাইকে লাল কলম আনতে বলেছি। বই আকানোর জন্য লাল কলম দরকার। কিন্তু ছাত্রীটি আমার কথা না শোনায় তাকে একটা থাপ্পর দিয়েছি। এরপরে সে প্রাইভেট থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে পূনরায় ক্লাশে ডুকাতে চেয়েছিলাম এর বেশি কিছু না।
