স্কুল পর্যায়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
“স্কুলই হোক বিজ্ঞান শিক্ষার আনন্দময় কর্মকান্ডের কেন্দ্রবিন্দু” এই শ্লোগানকে সামনে রেখে ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইফনিয়নের রামচন্দ্রপুর পি. এস. মাধ্যমিক বিদ্যালয় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দিন ব্যাপী এ মেলার উদ্বোধন করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দেবাশীষ হালদার। মেলায় বিভিন্ন ধরনের ৩০টি প্রজেক্ট স্থান পায়।
প্রধান শিক্ষক দেবাশীষ হালদার এসময় তার বক্তব্যে বলেন, বিজ্ঞানের বিকল্প কিছু নাই। বিজ্ঞান আমাদের চলার পথের সংগী। বিজ্ঞান ছাড়া আমাদের এক মূহুর্ত চলে না। তাই আমাদের সবার বিজ্ঞান সম্পর্কে জানতে হবে জানাতে হবে। বিজ্ঞান বিষটি ভয়ের কিছু নেই শুধু মাত্র মনোবল দরকার। আজ যদি আমরা বিজ্ঞান সম্পর্কে না জনি তাহে যতই শিক্ষা অর্জন করিনা কেন সেই শিক্ষার কোন দাম নেই। তাই শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষন করে তিনি বলেন, বিজ্ঞান জানার কোন শেষ নেই তাই তোমাদের বিজ্ঞান জানতে হবে। বিজ্ঞানকে ভালোবাসতে হবে। প্রতি বছর এটি অব্যাহত থাকবে বলে তিনি ঘোষনা দেন। তিনি বলেন, আজকের এই মেলায় যারা প্রজেক্ট তৈরি করে নিয়ে এসেছ তারা সকলেই এক এক জন ক্ষুদে বিজ্ঞানী। এখান থেকে তোমরা অনেক কিছু জানতে ও শিখতে পারবে, যা তোমাদের শিক্ষা জীবনে অবশ্যই কাজে লাগবে। এটি শিক্ষার একটি অংশ বলেও তিনি উল্লেখ করেন।
মেলায় স্কুলের এসএমসি সদস্যবৃন্দ, পিটিএ কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক এবং অন্যান্য শিক্ষক মন্ডলি উপস্থিত ছিলেন।
পাশাপাশি পিরোজপুর সদর উপজেলার পৌরসভার অর্ন্তগত কিয়াম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়েও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগীতায় পিরোজপুর গণ উন্নয়ন সমিতি এ কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।
