গদাইপুর ফুটবল মাঠে ঘোড়ার বিষ্ঠা ॥ বিঘ্নিত হচ্ছে খেলার পরিবেশ
পাইকগাছার ঐতিহ্যবাহী ফুটবল খেলার মাঠে নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবাধে ঘোড়া বিচরণ করায় মাঠের খেলার পরিবেশ নষ্ট হচ্ছে। মাঠে ঘোড়া, গরু, ছাগল, মহিষ বিচরণ করানো নিষেধ থাকলেও মানছে না এলাকার ঘোড়ার মালিকরা। মাঠে ঘোড়া ছেড়ে দিয়ে ঘাস খাওয়াচ্ছে। এর ফলে ঘোড়ার বিষ্ঠা/মলে পুরোমাঠ ভরে গেছে। ফলে মাঠে খেলার পরিবেশ মারাত্মকভাবে বিঘিœত হচ্ছে।
জানা গেছে, পাইকগাছার গদাইপুর ফুটবল মাঠে এলাকার চেঁচুয়া, বান্দিকাটী ও গদাইপুর গ্রামের কয়েকজন ঘোড়ার মালিক ৪টি ঘোড়া ছেড়ে দিয়ে মাঠে বিচরণ করাচ্ছে। মাঠের খেলার সময় ঘোড়া মাঠ থেকে চলে গিয়ে পাশের মালিকদের ফসল ক্ষেতে বিচরণ করছে। একদিকে মাঠের পরিবেশ নষ্ট হচ্ছে, অন্যদিকে পাশ্ববর্তী জমির মালিকদের ক্ষেতের ফসল খেয়ে নষ্ট করছে ঘোড়া। ছেড়ে দেওয়া ঘোড়াগুলো সকাল থেকে সারারাত মাঠে বিচরণ করে। মাঠের খেলোয়াড় ও এলাকার বিশিষ্টজনরা ঘোড়ার মালিকদের বারবার মাঠে ঘোড়া বিচরণ করাতে নিষেধ করলেও তারা এ বিষয়ে কোনো কর্ণপাত না করে যথারীতি মাঠে ঘোড়া বিচরণ করাচ্ছে।
মাঠে ঘোড়া বিচরণ না করার জন্য গদাইপুর ইউনিয়ন পরিষদ থেকে একটি বিজ্ঞপ্তি ফুটবল খেলার মাঠ স্থাপন করা আছে। তারপরও ঘোড়ার মালিকরা মাঠে ঘোড়া বিচরণ অব্যাহত রাখায় মাঠের খেলওয়াড় ও এলাকার সচেতন মহল চেয়ারম্যানকে এ বিষয় বারবার অবহিত করার পর রবিবার বিকেলে ঘোড়া আটকানোর জন্য ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ পাঠান। জানাযায়, মাঠে গিয়ে গ্রাম পুলিশ একটি ঘোড়া আটকানোর পর অন্য ৩টি ঘোড়া ধরতে গেলে ঘোড়াগুলো দৌড়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে গদাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান জানান, গদাইপুর ফুটবল মাঠ এলাকার ঐতিহ্য। এই মাঠে সকাল-বিকেল ছেলেরা খেলাধুলা করে। মাঠের পরিবেশ সুরক্ষায় ঘোড়া, গরু, ছাগল মাঠে বিচরণ না করার জন্য বিজ্ঞপ্তির পাশাপাশি মালিকদের অবহিত করা হয়েছে, তারপরও ঘোড়ার মালিকরা মাঠে ঘোড়া বিচরণ বন্ধ না করায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ দিয়ে ঘোড়া ধরে খড়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মাঠ সুরক্ষার জন্য ঘোড়া ধরে খড়ে দেওয়ার এই পদক্ষেপে গদাইপুর মাঠের খেলোয়াড় ও সচেতন মহল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়েছে।
