প্রধান সূচি

Monday, October 2nd, 2017

 

মঠবাড়িয়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

‘আগামীর পথে, প্রবীণের সাথে’ এই স্লোগানকে সামনে রেখে জেলার মঠবাড়িয়ায় বেসরকারী উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর উদ্যোগে রবিবার আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে পৌর শহরে একটি র‌্যালী বের করা হয়। শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে মঠবাড়িয়া সদর ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি আব্দুল করিম মোল্লা সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা আখলাকুর রহমান, মুক্তিযোদ্ধা ইসাহাক আলী আকন, প্রবীণ মোশারেফ হোসেন, রিক এরিয়া ম্যানেজার আবুল কালাম আজাদ, শাখা ব্যাবস্থাপক ওমেদুল হক ও সাংবাদিক শাকিল আহমেদ প্রমুখ।


মঠবাড়িয়ায় ৪০ কেজি ইলিশ জব্দ

মা ইলিশ সংরক্ষণের লক্ষে ইলিশ নিধন নিষেধাজ্ঞার প্রথম দিনে উপজেলা মৎস্য কর্মকর্তা রবিবার দুপুরে উপজেলার ধানীসাফা মাছ বাজারে অভিযান চালিয়ে মজুদকৃত ৪০ কেজি ইলিশ জব্দ করেন। পরে জব্দকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা আজহারুল ইসলাম জানান অবরোধে এ অভিযান অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আজহারুল ইসলাম, মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি আবুদস সালাম আজাদী, সাংবাদিক মিজানুর রহমান মিজু, ইসমাইল হোসেন হাওলাদার, এস.এম. আকাশ প্রমুখ।


শিক্ষক কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে কক্সবাজারে রোহিঙ্গাদের মাঝে ত্রান বিতরণ

কন্ঠ ডেস্ক : মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে হত্যা-নির্যাতনের মুখে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা কক্সবাজারের টেকনাফ, উখিয়া কুতুপালংসহ বিভিন্ন জায়গায় আশ্রয় নেয়া রোহিঙ্গা মুসলমানদের ত্রান বিতরণ করেছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট। শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূইয়ার নেতৃত্বে রবিবার একটি প্রতিনিধি দল কক্সবাজারের টেকনাফ, উখিয়া কুতুপালংসহ বিভিন্ন জায়গায় পৌছায়। এসময় তারা চাল, ডাল, শুকনো খাবার, জ্বর ও ঠান্ডার ওষুধ, শিশুদের জন্য জ্বর ও ঠান্ডার সিরাপ, মোমবাতি, ছাউনির জন্য পলিথিনসহ বিভিন্ন আসবাবপত্র রোহিঙ্গা অসহায় মুসলমানদের মাঝে বিতরণ করেন। শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূইয়ার নেতৃত্বে ত্রান কার্যক্রমে অংশগ্রহন করেন,বিস্তারিত পড়ুন


চিতলমারীতে শ্রেণীকক্ষ সংকটে পরিত্যক্ত ভবনে পাঠদান

বাগেরহাটের চিতলমারীতে শ্রেণীকক্ষের সংকটে পরিত্যক্ত ও জরাজীর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে পাঠদান করানো হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের। উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ১৫টি ভবন পরিত্যক্ত ও ২৪টি ভবন জরাজীর্ণ ঘোষণা করা হলেও শ্রেণী কক্ষের অভাবে ঝুঁকিপূর্ণ এ সকল ভবনে শিক্ষার্থীরা ক্লাশ করছে। ফলে এসব প্রতিষ্ঠানের প্রায় ৩ হাজার শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা চরম ঝুঁকিতে রয়েছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১১১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১৫টি ভবন পরিত্যক্ত ও ২৪ টি জরাজীর্ণ হয়ে পড়েছে। এ সমস্ত স্কুলের ভবনগুলো ইতোপূর্বে পরিত্যক্ত ঘোষণা করা হলেও শ্রেণী কক্ষের অভাবে ঝুঁকিপূর্ণ এ সকল ভবনেবিস্তারিত পড়ুন


প্রায় ২০ লাখ টাকার ক্ষতি

বাগেরহাটে অগ্নিকান্ডে বসত বাড়ি পুড়ে ছাই

বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ফতেপুর গ্রামে অগ্নিকান্ডে বসত বাড়ি ও একটি রান্না ঘর পড়ে ভূষ্মিভূত হয়েছে। রবিবার রাত ৭টার দিকে ফতেপুর গ্রামের মুস্তাহার আলী লস্কর এর বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুস্তাহার আলী লস্কর বলেন, রাত সাড়ে ৭টার দিকে আগুন দেখে ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। এসময় ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে তারা আসার আগেই আগুনে আমার বসত বাড়ি ও রান্না সম্পুর্ণ ভূষ্মিভূত হয়। অগ্নিকান্ডে ঘরে থাকা টিভি, ফ্রিজ ও নগদ টাকাসহ পুড়ে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন মুস্তাহারবিস্তারিত পড়ুন


টুঙ্গিপাড়া-চিতলমারী-বাগেরহাটের প্রধান সড়কটি যেন মৃত্যুফাঁদ

টুঙ্গিপাড়া-চিতলমারী-বাগেরহাটের ব্যস্ততম প্রধান সড়কটি এখন যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। এ সড়কের প্রায় ৩০ কিলোমিটার অংশের এখন বেহাল অবস্থা। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। প্রতিদিন এ সড়ক দিয়ে রাজধানীগামী সবজি ও মাছ বোঝাই শত শত ট্রাক আটকে পড়ে থাকে। যানবাহন ও স্থানীয় মানুষের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। আসন্ন ঈদে ঘরে ফেরা মানুষের নির্বিঘ্নে যাতায়েতের জন্য সড়কটি দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী। চিতলমারী সদর বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন শেখ, রাজু আহম্মেদ মুন্সি, সুজন শেখসহ অনেকে ক্ষোভ প্রকাশ করে জানান, বাগেরহাট জেলা সদর থেকে চিতলমারী হয়ে টুঙ্গিপাড়া যাতায়াতের সড়কটি প্রায় অধিকাংশ স্থানে খানা-খন্দের সৃষ্টিবিস্তারিত পড়ুন


বাগেরহাটের চিতলমারীতে গার্মেন্টস কর্মচারীকে হামলার প্রতিবাদে ব্যবসায়ীরা

বাগেরহাটের চিতলমারী উপজেলা সদরের শেরেবাংলা নিউ মার্কেটের একটি গার্মেন্টস দোকানে হামলা চালিয়ে কর্মচারীকে রক্তাত্ত জখমের প্রতিবাদে ফুঁসে উঠেছে স্থানীয় ব্যবসায়ীরা। রবিবার বিকেল ৪টায় চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যাবস্থাপনা কমিটি প্রায় দুই ঘন্টা সকল দোকানপাট বন্ধ রাখে। এ সময় ব্যবসায়ীরা হামলাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করে। মানববন্ধন শেষে তারা পুলিশ প্রশাসনের নিকট স্মারকলিপি দেয়। এ ঘটনার জের ধরে পুরোবাজারে থমথমে অবস্থা বিরাজ করছিল। মানববন্ধন শেষে চিতলমারী কেন্দ্রীয় দুর্গা মন্দির চত্বরে এক জরুরী আলোচনা সভায় বাজার ব্যবসায়ী ব্যাবস্থাপনা কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলাম লিটন মুন্সীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাজার ব্যবসায়ী ব্যাবস্থাপনা কমিটির সাবেক সভাপতিবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়া মদন মোহন মন্দিরে দূর্গা পূজা উপলক্ষে পুরস্কার বিতরণ

ভান্ডারিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো এবছরের শারদীয় উৎসব দূর্গা পূজা। উপজেলার ৪১টি পূজা মন্ডপেই ছিল নানা আয়োজনের। হিন্দু সস্প্রদায়ের বছরের সর্ব বৃহৎ উৎসব দূর্গা পূজাকে ঘিরে দেবী পক্ষের শুরু থেকে শেষ পর্যন্ত ধর্ম যার যার উৎসব সবার এই মন্ত্রে শেষ পর্যন্ত কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসব সম্পন্ন হয়েছে। তবে উপজেলার প্রায় শত বর্ষী কেন্দ্রীয় মদন মোহন জিউ মন্দিরে স্বাশ্রীয় আচার অনুষ্ঠান ছাড়াও মহাদশমী পূজার দিন বিকেলে নারীদের সিদূঁর খেলা, উলুধ্বণী, সঙ্খধ্বণী, প্রতিযোগিতা, পুরুষদের আরতি, ঢাক প্রতিযোগিতা। দেবী পক্ষের মধ্যে মূল ৫ দিন ব্যাপী অনুষ্ঠানের বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন


পাইকগাছার অবহেলিত ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের

একাডেমীক ভবন নির্মাণে ২ কোটি সাড়ে ১১ লাখ টাকা বরাদ্দ

পাইকগাছার অবহেলিত ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কার ও উন্নয়ন কাজে ২ কোটি সাড়ে ১১ লাখ টাকা বরাদ্দ হয়েছে। স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক ও প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব শেখ মনিরুল ইসলামের প্রচেষ্টায় দীর্ঘদিন পর প্রতিষ্ঠানের উন্নয়নে এ বরাদ্দ হয়েছে। সোলাদানা ইউনিয়নের আবু হোসেন কলেজ, সোলাদানা মাধ্যমিক বিদ্যালয় ও উপজেলা সদরের পাইকগাছা সিনিয়র মাদ্রাসার একাডেমীক ভবন নির্মাণের প্রত্যেকটি প্রতিষ্ঠানের অনুকূলে ৭০ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ হয়েছে। ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট সূত্রমতে, উপজেলার সোলাদানা ইউনিয়ন বাসীর উচ্চ মাধ্যমিক শিক্ষার জন্য একমাত্র প্রতিষ্ঠানবিস্তারিত পড়ুন


কয়রায় এমপি নূরুল হককে গণসংবর্ধনা

কয়রার মহেশ্বরীপুর ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোৎ নূরুল হককে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার বিকালে মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত গনসংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি এমপি নূরুল হককে দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা প্রদান করেন। ইউপি চেয়ারম্যান বিজয় কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগে সাবেক সহ-সভাপতি ও বাগালী ইউপি চেয়ারম্যান আব্দস সাত্তার পাড়, এমপি পুত্র ও আ’লীগ নেতা আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি এসএম শফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের সাবেকবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial