প্রধান সূচি

ইন্দুরকানীতে বিশ্ব পানি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ইন্দুরকানী প্রতিনিধি :

“বর্জ্য পানি কমিয়ে আনি, অপচয় রোধ করি টেকসই উন্নয়নে সুষ্ঠ ব্যবহার নিশ্চিত করি” এই স্লোগানকে সামনে রেখে ইন্দুরকানীতে বিশ্ব পানি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার কমিউনিটি ডেভলপমেন্ট সংস্থা (সিডিএস) ও প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশ এর যৌথ আয়োজনে র‌্যালীটি উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে অত্র বিদ্যালয়ের সামনে শেষ হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পত্তাশী ইউপি চেয়ারম্যান হাওলাদার মোঃ মোয়াজ্জেম হোসেন। বক্তব্য রাখেন ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার ঘরামী, সিডিএস এর ইন্দুরকানী শাখার প্রোগ্রাম ম্যানেজার কিশোর কুমার দাস প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন সিডিএস এর ইন্দুরকানী শাখার ইউনিয়ন সন্বয়কারী দেবদাস ডাকুয়া ও এস. এম আহাদ প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial