বাগেরহাটে মাদক বিক্রি ও সেবন : দুই জনকে কারাদন্ড
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে মাদকদ্রব্য বিক্রি ও সেবনের দায়ে নারীসহ দুই জনকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজিম উদ্দীন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, বাগেরহাট সদরের ডেমা এলাকার রাজু সরদারের স্ত্রী তানজিলা বেগম (২৮) ও যাত্রাপুর এলাকার প্রয়াত আক্কেল মৃধার ছেলে তাইজুল ইসলাম (৪১)।
আদালত সূত্র জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে ডেমা গ্রামে অভিযান চালিয়ে ৭ পুড়িয়া গাঁজাসহ তানজিলা বেগম এবং গাঁজা সেবনকালে যাত্রাপুর বাজার থেকে তাইজুলকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য বিক্রি ও সংরক্ষনের দায়ে তানজিলা বেগমকে ৬ মাস এবং মাদক সেবনের দায়ে তাইজুলকে ৩ মাসের কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত।
Please follow and like us:
« বাগেরহাটে মা ও মেয়েকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসীরা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) চিতলমারীতে বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠানে হামলা : নারীসহ আহত ১৫ »
