পাইকগাছায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ষ্টুডেন্ট কাউন্সিলর নির্বাচনে অনিয়মের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় চাঁদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ষ্টুডেন্ট কাউন্সিলর নির্বাচনে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে এলাকাবাসী উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন।
প্রাপ্ত অভিযোগে জানাগেছে, গত ১ মার্চ চাঁদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ষ্টুডেন্ট কাউন্সিলর নির্বাচনে সর্বোচ্চ ভোট পায় ৪র্থ শ্রেণির মেধাবী ছাত্র আশিক বিল্লাহ। নির্বাচন বিধি মোতাবেক আশিক সর্বোচ্চ ভোট পেলেও ফলাফল ঘোষণার সময় প্রধান শিক্ষক শংকর প্রসাদ রায় আশিকের নাম বাদ দিয়ে নিজের অনুগত ছাত্রকে প্রধান কাউন্সিলর হিসেবে নাম ঘোষণা করেন। এ ব্যাপারে আশিক বিল্লাহর অভিভাবক জিএম মঈদ প্রধান শিক্ষকের কার্যালয়ে গিয়ে অনিয়মের বিষয়টি জানতে চাইলে প্রধান শিক্ষক আশিকের অভিভাবকের সাথে অসাদাচারণ করেন।
অভিযোগ রয়েছে, প্রধান শিক্ষক শংকর প্রসাদ রায় দম্পত্তি দীর্ঘদিন ধরে একই বিদ্যালয়ে কর্মরত থাকায় অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে অশোভনীয় আচারণ করে আসছেন।
