প্রধান সূচি

ইন্দুরকানীতে সংখ্যালঘুর বাড়িতে হামলা ভাংচুর : বাড়ি ছাড়ার হুমকি

ইন্দুরকানী সংবাদদাতা :

জেলার ইন্দুরকানীতে এক সংখ্যালঘু’র বাড়িতে হামলা ভাংচুর করে তাকে বাড়ি থেকে চলে যাওয়ার হুমকি দিয়েছে প্রতিপক্ষ স্থানীয় কাজী পরিবার।

জানা যায়, রবিবার রাতে উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন চরনী পত্তাশী গ্রামে পরিকল্পিতভাবে সংখ্যালঘু নিখিল মনির বাড়িতে একই গ্রামের আয়নাল কাজী, সাখাওয়াত কাজী ও কাওসার কাজীর নেতৃত্বে কাজী পরিবারের লোকজন হামলা চালিয়ে ঘরের বেড়া, দরজা, পাকেরঘর ভাংচুর ও ঘরের পিড়া কেটে ফেলে। এর আগে ওই দিন দুপুরে কাজী পরিবারের লোকজন জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নিখিল মনির স্ত্রী ও পরিবারের সদস্যদের বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয়।

স্থানীয়রা জানান, মোশাররফ কাজী ও জয়নাল কাজী দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান দ্বন্দ্বের জের ধরে দুই ভাইয়ের লোকজন একে অপরের উপর দোষ চাপানোর জন্য সংখ্যালঘু’র বাড়িতে হামলা চালায়।

এ বিষয়ে পত্তাশী ইউপি চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন জানান, মোশাররফ কাজীর লোকজন সংখ্যালঘু পরিবারটিকে উচ্ছেদের জন্য তার বাড়িতে হামলা চালায় ও ভয়ভীতি প্রদর্শন করেছে বলে সংখ্যালঘু’র পরিবারের পক্ষ থেকে আমার কাছে অভিযোগ করেছে।

ক্ষতিগ্রস্ত নিখিল মনি জানান, কাজী পরিবারের লোকজন আমাদেরকে উচ্ছেদের জন্য বাড়িতে হামলা করে ভাংচুর করেছে এবং বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়েছে।

অভিযুক্ত মোশাররফ কাজীর মেয়ে মোর্শেদা জানান, আমাদেরকে হয়রানি করার জন্য আমার চাচা জয়নাল কাজী সংখ্যালঘুদের বাড়িতে হামলা চালিয়ে আমাদের উপর দোষ চাপাচ্ছে।

অপরদিকে জয়নাল কাজী জানান, সংখ্যালঘুদের জমি দখল করার জন্য আমার ভাই মোশাররফ কাজীর লোকজন নিখিল মনির বাড়িতে হামলা চালায়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial