প্রধান সূচি

অবশেষে বাস ধর্মঘট প্রত্যাহার : জনদুর্ভোগে দুঃখ প্রকাশ

কন্ঠ রিপোর্ট :

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা সারাদেশে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। তবে এটিকে শ্রমিকদের ধর্মঘট মানতে নারাজ নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। তিনি বলেছেন, ‘সড়ক পরিবহন শ্রমিকরা কর্মবিরতিতে গিয়েছিলেন। আমরা পরিবহন শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানাচ্ছি। আমাদের বিশ্বাস, এ অনুরোধের প্রেক্ষিতে সড়ক যোগাযোগ স্বাভাবিক হবে।’

শ্রমিকদের কর্মবিরতির কারণে সৃষ্ট অচলাবস্থায় জনদুর্ভোগের জন্য দুঃখও প্রকাশ করেছেন নৌ পরিবহন মন্ত্রী।

রাজধানীর রাজউক এভিনিউয়ের সড়ক পরিবহন ভবনে (বিআরটিসি) আজ বুধবার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের শাজাহান খান এসব কথা বলেছেন।

সচিবালয়ে বুধবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আইনমন্ত্রীর সঙ্গে শ্রমিক নেতাদের   বৈঠকের প্রসঙ্গে শাজাহান খান বলেছেন, ‘সম্প্রতি একটি মামলায় চালকের যাবজ্জীবন সাজা হওয়া এবং আরেকটি মামলায় হাইকোর্টে বিশ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়ার ঘটনায় শ্রমিকরা অনিরাপদ বোধ করছে। আমাদের আশঙ্কা, এ ধরনের মামলা আমাদের বিরুদ্ধে যাবে। এ বিষয়ে আজ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং আইনমন্ত্রী আনিসুল হকের সাথে বৈঠক করেছি। তারা সমস্যার বাস্তবতা উপলব্ধি করেছেন এবং আমাদের আশ্বস্ত করেছেন আইনগতভাবে এ সমস্যা সমাধানের। আইনানুগ সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারা।’

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খান আরো বলেছেন, ‘আমি সারাদেশের সব পরিবহন শ্রমিকদের যান চলাচলের অনুরোধ জানাচ্ছি। আমি বিশ্বাস করি, এই ঘোষণার ফলে সারাদেশে চলমান পরিবহন ধর্মঘটের অবসান হবে। মালিক-শ্রমিকরা তাদের কাজে যোগ দেবেন। সড়ক যোগাযোগ স্বাভাবিক হবে।’

নৌ পরিবহন মন্ত্রী বলেছেন, ‘গণপরিবহন বন্ধ থাকায় জনদুর্ভোগের সৃষ্টি হয়। এতে অনাকাক্সিক্ষত পরিস্থিতি তৈরি হওয়ায় আন্তরিকভাবে আমরা দুঃখিত। এই অচলাবস্থাকে কেন্দ্র করে কিছু মহল উস্কানি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।’

এ সময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম বক্স দুদু, শ্রমিক নেতা কাজী মোতাহার হোসেন, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েতউল্লাহ, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ফারুক তালুকদার সোহেল উপস্থিত ছিলেন।

এর আগে বেলা সাড়ে ১০টার দিকে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দফতরে পরিবহন ধর্মঘট ইস্যুতে আরেকটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন-সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নৌমন্ত্রী শাজাহান খান, শ্রম প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, আইনমন্ত্রী আনিসুল হক এবং পরিবহন মালিক ও বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ খান।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial