প্রধান সূচি

নাজিরপুরে শিশু ধর্ষণ চেষ্টাকালে বৃদ্ধ আটক

নাজিরপুর প্রতিনিধি :

জেলার নাজিরপুরে সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টাকালে আকরাম শেখ (৬৯) নামে এক বৃদ্ধকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বৈবুনিয়া গ্রামে শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় শুক্রবার রাতে ওই শিশুর পিতা বাদী হয়ে আটক আকরাম শেখের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নাজিরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

থানা পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, শিশুটির পিতা পেশায় ভ্যান চালক। শুক্রবার সকালে ওই শিশুটির পিতা স্ত্রী ও মেয়েকে উপজেলার বৈবুনিয়া গ্রামের বাড়ীতে রেখে ভ্যান চালাতে বের হয়। বেলা সাড়ে ১১টার দিকে শিশুটিকে ঘরে একা রেখে তার মা পাশ্ববর্তী বাড়ীতে দুধ আনতে যায়। এ সময় উপজেলার মাটিভাঙ্গা গ্রামের মৃত হেমায়েত শেখের ছেলে আকরাম শেখ (৬৯) ওই ঘরে শিশুটিকে একা পেয়ে তাকে কোলে নিয়ে টিভি দেখার কথা বলে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে আকরাম শেখকে হাতে-নাতে আটক করে পুলিশে সোর্পস করে এবং শিশুটিকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করা হয়। পরে শুক্রবার রাতে ওই শিশুটির পিতা বাদী হয়ে নাজিরপুর থানায় আকরাম শেখকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুর রহমান জানান, সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে আটক করা হয়। এ ঘটনায় শিশুটির পিতার অভিযোগে একটি মামলা রুজু হয়েছে।

গতকাল আটক আকরাম শেখকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial