নাজিরপুরে আওয়ামী লীগের সমাবেশ অনুষ্ঠিত

নাজিরপুরের শ্রিরামকাঠীতে আওয়ামী লীগের সমাবেশে বক্তব্য রাখছেন পিরোজপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগ সদস্য মো: হাবিুর রহমান মালেক।
নাজিরপুর প্রতিনিধি :
জননেত্রী শেখ হাসিনা ও তার সরকারের ক্ষমতা গ্রহণের পর দেশের উন্নয়ন ও সাফল্য তৃণমুল পর্যায়ে প্রচারের লক্ষে পিরোজপুরের নাজিরপুরে সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ।
আজ শনিবার বিকেলে উপজেলার শ্রীরামকাঠী বাজারে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট বেলায়েত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে সরকারের বিভিন্ন উন্নয়ন ও সাফল্য তুলে ধরে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হাকিম হাওলাদার, পিরোজপুর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মালেক, সহ-সভাপতি শাহজাহান খান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান খালেক, জেলা আওয়ামী লীগ নেতা তৌহিদুল ইসলাম হিরু, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মাষ্টার অমূল্য রঞ্জন হালদার, আলহাজ্ব শেখ মোঃ আবুল বাশার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ফারুক হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হাসান ডালিম, সহ-সভাপতি আরিফুর রহমান সবুজ, শ্রীরামকাঠী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাঈম হাওলাদার।
সমাবেশে পিরোজপুর পৌর মেয়র হাবিবুর রহমান মালেক আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের ৩টি আসনই দলীয় প্রধান শেখ হাসিনাকে উপহার দেয়ার প্রত্যয় ব্যক্ত করে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করার আহবান জানান।
