পাকিস্তানের লাহোরে শক্তিশালী বিস্ফোরণে নিহত অন্তত ৯
আন্তর্জাতিক ডেস্ক :
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের ব্যস্তততম প্রতিরক্ষা আবাসিক এলাকায় (ডিএইচএ) এক শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত আটজন নিহত এবং ২১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুরে ডিএইচএর ওয়াই ব্লকে এ বোমা হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন পাঞ্জাব প্রাদেশিক পুলিশের মুখপাত্র নায়েব হায়দার। খবর ডন অনলাইনের। শুরুতে পাঞ্জাব সরকার জানিয়েছিল জেনারেটর বিস্ফোরণ ঘটেছে। পরে পুলিশ সূত্রের বরাতে জিও টিভি জানায়, ১০ কেজি ওজনের একটি টাইম বোমা বিস্ফোরিত হয়েছে।
লাহোরের মেয়র ক্যাপ্টেন (অব.) মুবাশির জাভেদ বলেছেন, একটি নির্মাণাধীণ ভবনে বোমাটির বিস্ফোরণ ঘটে।ন যেখানে বোমাটির বিস্ফোরণ ঘটে সেটি ব্যস্ততম এলাকা। সেখানে এইচবিএল, টনি অ্যান্ড গাই, গ্লোরিয়া জিন্স, বম্বে চৌপাট্টি ও জালালসন্সের মতো বিখ্যাত প্রতিষ্ঠানের অফিস ও দোকান রয়েছে।
হামলার পরপর বাসাবাড়ি, ব্যাংক এবং কফিশপসহ পুরো এলাকা ঘিরে রেখেছে। ধারণা করা হচ্ছে বোমা হামলাকারী এখনও জীবিত রয়েছে এবং সেখানে লুকিয়ে আছেন। নিরাপত্তা বাহিনী ওই এলাকা থেকে কাউকে বাইরে যাওয়ার ও ঢোকার অনুমতি দিচ্ছে না। উদ্ধার দল ১১২২ এর একজন কর্মকর্তা জানিয়েছেন, বোমা বিস্ফোরণে আহত ৩৫ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর।
ওই কর্মকর্তা জানান, বোমা বিস্ফোরণে উচ্চশব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। তবে সংবেদনশীল সময় বলে হামলার প্রকৃতি নিয়ে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি। তিনি জানিয়েছেন বিস্ফোরণে একটি একতলা ভবন ধসে পড়েছে এবং এর নিচে লোকজন চাপা পড়েছে। ঘটনাস্থলের কাছে একটি ব্যাংকে কর্মরত ছিলেন এমন এক ব্যক্তি সংবাদ সংস্থা রয়টার্সকে বলেছেন, বিস্ফোরণে তার কর্মস্থল কেঁপে উঠেছিল।
উল্লেখ্য, পাকিস্তানের পাঞ্জাব, সিন্ধ, ফাটা, খাইবার পাখতুন খোয়া এবং বেলুচিস্তানে এক সপ্তাহ ধরে বোমা হামলায় শতাধিক প্রাণহানি ঘটেছে। এ প্রেক্ষাপটে বুধবার পাকিস্তান সেনাবাহিনী বড় ধরনের শহরভিত্তিক সন্ত্রাসবিরোধী অভিযান চালানোর ঘোষণা দিয়েছিল। কিন্তু পরদিনই লাহোরে হামলার ঘটনা ঘটল।
